Sunday, January 26, 2025
বাড়িবিশ্ব সংবাদজঙ্গিগোষ্ঠী আইএসের প্রধান নিহত, নতুন নেতার নাম ঘোষণা

জঙ্গিগোষ্ঠী আইএসের প্রধান নিহত, নতুন নেতার নাম ঘোষণা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ আগস্ট: মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু আল হুসেন আল হুসেইনি আল কুরেশি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার আইএস তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে।সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিরিয়ায় এক সংঘর্ষে আল কুরেশি নিহত হয়েছেন। এরই মধ্যে তাঁর উত্তরসূরির নামও ঘোষণা করেছে আইএস। তাঁর নাম আবু হাফস আল হাশিমি আল কুরেশি।এক অডিও বার্তায় আইএসের মুখপাত্র বলেন, ইদলিব প্রদেশে জিহাদি সংগঠন হায়াত তাহরির আল-শামের সঙ্গে সরাসরি সংঘর্ষের পর তাঁদের নেতা নিহত হয়েছেন।গতকাল সংগঠনটির টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে রেকর্ড করা বার্তাটি প্রকাশ করা হয়েছে। তবে আবু আল হুসেন আল কুরেশি কবে নিহত হয়েছেন, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।আইএসের মুখপাত্র আরও বলেছেন, আবু হাফস আল হাশিমি আল কুরেশি আইএসের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি সংগঠনটির পঞ্চম নেতা।গত এপ্রিলের শেষের দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা করেন, সিরিয়ায় তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির অভিযানে সন্দেহভাজন আইএস নেতা নিহত হয়েছেন।

ওই সময় এরদোয়ান বলেছিলেন, ‘সিরিয়ায় এমআইটির অভিযানে দায়েশের (আইএসের আরেক নাম) সন্দেহভাজন নেতা নিহত হয়েছেন। তাঁর সাংকেতিক নাম আবু হুসেন আল-কুরেশি।’তুরস্কের সংবাদমাধ্যমে একটি ভবনের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সিরিয়ার আফরিন অঞ্চলে একটি মাঠের মাঝখানে ওই ভবনটির অবস্থান। তুরস্কের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, কুরেশি ওই ভবনে লুকিয়ে ছিলেন।আফরিন শহরটির অবস্থান আলেপ্পো প্রদেশে।আইএসের মুখপাত্র বলেছেন, ইদলিব প্রদেশে বিদ্রোহী এলাকার নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সদস্যরা আইএসপ্রধানকে হত্যা করেছেন। তাঁর মৃতদেহ তুরস্কের হাতে তুলে দেওয়া হয়েছে।তবে আঙ্কারার স্বার্থে আইএসনেতার বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনার ব্যাপারে এইচটিএস এখন পর্যন্ত কিছু বলেনি।যুক্তরাষ্ট্রসহ অন্য পশ্চিমা দেশগুলো এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ তালিকায় রেখেছে।গত বছরের নভেম্বরে আইএস বলেছিল, তাদের আগের নেতা আবু হাসান আল হাশিমি আল কুরেশি নিহত হয়েছেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইদলিব প্রদেশে মার্কিন বাহিনীর এক অভিযানে তাঁর পূর্বসূরি আবু ইব্রাহিম আল কুরেশি নিহত হন।আইএসের প্রথম প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হন ২০১৯ সালের অক্টোবরে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য