Friday, February 14, 2025
বাড়িবিশ্ব সংবাদহংকংয়ে এবার বন্ধ হচ্ছে গণতন্ত্রপন্থি নিউজ ওয়েবসাইট

হংকংয়ে এবার বন্ধ হচ্ছে গণতন্ত্রপন্থি নিউজ ওয়েবসাইট

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি।হংকংয়ে গণতন্ত্রপন্থি সংবাদমাধ্যম স্ট্যান্ড নিউজের কার্যক্রম বন্ধ হওয়ার পর এবার বন্ধ হয়ে যাচ্ছে স্বতন্ত্র গণতন্ত্রপন্থি আরেকটি নিউজ ওয়েবসাইট সিটিজেন নিউজ।

‘গণমাধ্যমের পরিবেশের অবনতি হয়েছে’ বলে ‘সিটিজেন নিউজ’ কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।হংকংয়ে ২০১৭ সালে এই ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছিল। নগরীটিতে চীনা ভাষায় প্রকাশিত যে অল্প কয়েকটি সংবাদ মাধ্যমে সেখানকার গণতন্ত্রপন্থিদের পক্ষে কথা বলা হত ‘সিটিজেন নিউজ’ তার একটি।গত কয়েক মাস ধরে হংকংয়ে একের পর এক গণতন্ত্রপন্থি সংবাদ মাধ্যম বন্ধ হয়ে যাচ্ছে।

হংকং পুলিশ গত সপ্তাহে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ‘স্ট্যান্ড নিউজ’ এর কার্যালয়ে হানা দিয়ে বেশ কয়েকজনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করে। ওই ঘটনার পর ‘স্ট্যান্ড নিউজ’ বন্ধ ঘোষণা করা হয়।হংকংয়ে চীনের আরোপ করা নতুন আইনের বলে সেখানে এখন বাকস্বাধীনতা বলে কিছু নেই।

বিবিসি জানায়, রোববার রাতে সিটিজেন নিউজ’এর পক্ষ থেকে ফেইসবুকে এক পোস্টে সমর্থনের জন্য পাঠকদের ধন্যবাদ দিয়ে বলা হয়, ‘দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে’ তারা আগামী ৪ জানুয়ারি থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে।এর কারণ হিসেবে তারা সবার ‘নিরাপত্তা এবং ভালো থাকার বিষয়টি নিশ্চিত করার’ কথা জানায়।বিবৃতিতে বলা হয়, ‘‘দুঃখজনকভাবে, আমাদের সামনে যা আছে সেটা শুধু ভারী বৃষ্টি বা দমকা বাতাস নয়, সেটা ঝড় এবং সুনামি।”“বেদনাদায়কভাবে, গত দুই বছরে সমাজের ভেতর যে বিশাল পরিবর্তন এসেছে এবং গণমাধ্যমের পরিবেশের যে অবনতি হয়েছে তাতে সত্যি বলতে আমরা ভয়ডরহীন ভাবে আমাদের বিশ্বাসকে বাস্তবে পরিণত করার দিকে অগ্রসর হতে পারছি না।”এর আগে গত বছর জুনে হংকংয়ের গণতন্ত্রপন্থি আরেক দৈনিক ‘অ্যাপেল ডেইলি’ জোর করে বন্ধ করে দেয়া হয়। সেটির মালিক হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লি বর্তমানে কারাগারে আছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য