স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুন : গত শুক্রবার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাঞ্চনমালা গোকুল সরদারপাড়া এলাকার নারায়ন দাসের ছেলে কাজল দাসের নেতৃত্বে তার পরিবারের বেশ কয়েকজন মিলে হাসপাতালে তাণ্ডব চালায়। হাসপাতালের চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার সহ চিকিৎসকদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং দেখে নেওয়ার হুমকি প্রদান করে বলে অভিযোগ। এই ঘটনার পর কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়।
এবং আমতলী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শুক্রবার রাতে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। শনিবার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষদের তরফ থেকে আমতলী থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ এই মামলা হাতে নিয়ে শনিবার রাতে মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত চৌধুরী সহ অন্যান্য পুলিশ ও টি এস আর বাহিনী কাঞ্চনমালা বাজার থেকে অভিযুক্ত কাজল দাসকে গ্রেফতার করে। এই ঘটনার সাথে যুক্ত অপর দুইজন হলো সায়ন দাস এবং তার মা খোকন দাস। রবিবার সকালে আমতলী থানায় গেলে তাদেরকেও গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে সমস্ত আইনি প্রক্রিয়ার শেষে এক মহিলা সহ তিন অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়।