স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুন :প্রতিশ্রুতি পূরণ করে নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। দেশের বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি, নারী সংক্রান্ত ঘটনা এবং অপরাধমূলক ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানে কোনোরকম নেই। এরই প্রতিবাদে গোটা রাজ্যে কর্মসূচি হাতে নিয়ে জনগণের কাছে যাচ্ছে কংগ্রেস। এই কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দাবি তিনি যেন জনগণের মন কি বাত শোনেন। এদিন প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হয় এই কর্মসূচি। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকার প্রতিটি বাড়ি বাড়ি এই লিফলেট বিলি করে কংগ্রেস কর্মী সমর্থকরা।
লিফলেট দাবি করা হয় ১১ বছরের ‘মন কি বাত’ এর অনেক পর্বই শোনা হয়েছে। কিন্তু কোনও পর্বেই সাধারণের জীবন যন্ত্রণা, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, সামাজিক অবিচার, নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ, এস.টি, এস.সি, ও.বি.সি ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযন্ত্রণার কথা শোনা যায় নি প্রধানমন্ত্রীর মুখে। তাই রবিবার থেকে কর্মসূচি গ্রহণ করেছে কংগ্রেস। সারা রাজ্যে প্রতিটি বাড়িতেই লিফলেট বিলি করা হবে বলে জানান কংগ্রেস নেতৃত্ব। এদিকে কৈলাসহরেও এ ধরনের প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শ্লোগান তোলা হয় -“মাননীয় প্রধানমন্ত্রী এবার আপনি জনগণের মন কি বাত শুনুন।” ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক বিশেষ জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়।
কৈলাসহরের পাইতুর বাজার নতুন মোটর স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালায় কংগ্রেস নেতা-কর্মীরা। বিজেপি শাসনের এগারো বছরের নানা ব্যর্থতা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং রেল ও বিমান পরিষেবা চালুর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় লিফলেট। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য ও চন্দ্রশেখর সিনহা সহ অন্যান্য নেতৃত্ব। বদরুজ্জামান বলেন, “প্রধানমন্ত্রী রেল ও বিমান পরিষেবার কথা বলেছিলেন, কিন্তু আজও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। মানুষ কংগ্রেসের কথায় সাড়া দিচ্ছে।” গোটা জেলার রাজনৈতিক মহলে এই কর্মসূচি ঘিরে নতুন আগ্রহের সৃষ্টি হয়েছে। ৩০-বাগমা ব্লক কংগ্রেসের উদ্যোগে বাগমা বিধানসভা কেন্দ্রের ১৯ নং বুথে বাড়ি বাড়ি প্রচার পত্র বিলি করা হয়। উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব।