স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুন : গোপন খবরের ভিত্তিতে যাত্রীবাহী বাস গাড়ি থেকে দুই মহিলা সমেত ড্রাগস উদ্ধার করে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, টি আর ০১ বি ১৪৮৩ নম্বরের একটি বাস আগরতলা থেকে গন্ডাছড়া যাওয়ার সময় পুলিশ গাড়িটি দাঁড় করায়। যাত্রীদের তল্লাশি চালিয়ে দুইজন মহিলা নেশা সামগ্রী সহ আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ বাগমা ফাঁড়ি থানায় সামনে যাত্রীবাহী বাস গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। যাত্রীবাহী বাস থেকে প্রায় দেড় লক্ষ টাকার হিরোইন সহ দুইজন মহিলা পাচারকারীকে আটক করা হয়। ধৃত নেশা পাচারকারীরা হলেন রুমা দেবনাথ, বাড়ি হাঁপানিয়া এবং চম্পা দেবনাথ, বাড়ি জিরানিয়া। পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ধৃত দুইজন নেশা কারবারিকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।