Saturday, January 25, 2025
বাড়িবিশ্ব সংবাদরাশিয়ার ক্রাইমিয়া সেতুর কাছে জ্বালানি ডিপোতে আগুন

রাশিয়ার ক্রাইমিয়া সেতুর কাছে জ্বালানি ডিপোতে আগুন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,৩ মে: রাশিয়ার মূলভূখণ্ডের সঙ্গে ক্রাইমিয়া উপদ্বীপকে সংযুক্তকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুর কাছে একটি জ্বালানি ডিপোতে আগুন লেগেছে।বুধবার ভোরে এখানে আগুন লাগে বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। এর কয়েকদিন আগে ক্রাইমিয়ার সেবাস্তাপোলে এক হামলার ঘটনায় একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার জন্য ইউক্রেইনকে দায় দিয়েছিল রাশিয়া।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিওগুলোতে লাল রঙে সতর্ককারী ‘দাহ্য পদার্থ’ লেখা বড় বড় টাঙ্কির ওপর দিয়ে আগুনের শিখা ও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে; যদিও রয়টার্স এসব ভিডিও বা আগ্নিকাণ্ডের প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।   ইউক্রেইন থেকে আজভ সাগর পেরিয়ে রাশিয়ার পশ্চিম উপকূলের ক্রাসনোদর অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাচিভ টেলিগ্রামে বলেছেন, “আগুনটিকে সর্বোচ্চ অসুবিধাজনক বলে শ্রেণিকরণ করা হয়েছে।”তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।কন্দ্রাচিভ জানিয়েছেন, ভলনা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই ক্ষুদ্র পল্লিটি কের্চ প্রণালীর ওপর দিয়ে যাওয়া ক্রাইমিয়া সেতুটির খুব কাছে।

গুরুত্বপূর্ণ এই সেতুটি দিয়ে রাশিয়ার বাহিনীগুলো ক্রাইমিয়ায় আসা-যাওয়া করে। এটি রাশিয়ার মূলভূখণ্ডকে ক্রাইমিয়া উপদ্বীপের সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে। রাশিয়া ২০১৪ সালে ক্রাইমিয়াকে নিজেদের ভূখণ্ডভুক্ত করে নেয়।শনিবার ক্রাইমিয়ার সেবাস্তাপোল বন্দরে রাশিয়ার একটি জ্বালানি গুদামে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। এই হামলার জন্য ইউক্রেইনকে দায়ী করেছে রাশিয়া।ইউক্রেইনে এই হামলার দায় স্বীকার করেনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ ধরনের কোনো হামলার দায়ই স্বীকার করেনি কিইভ, সেবাস্তাপোলের ক্ষেত্রেও সে ধারা বজায় রেখেছে তারা।সোমবার ইউক্রেইনের সীমান্ত সংলগ্ন রাশিয়ার ব্রাইয়ানস্ক অঞ্চলে কয়েকটি বিস্ফোরণে একটি ট্রেন লাইনচ্যুত হয়, দুই দিনের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেইনপন্থি গোষ্ঠীগুলো রাশিয়ার বিভিন্ন অংশে নাশকতামূলক হামলার ঘটনা ঘটাচ্ছে।ইউক্রেইন শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে পাল্টা-হামলা শুরু করবে, এমন ধারণা জোরালো হওয়ার মধ্যে মস্কো হামলা জোরদার করেছে। গত সপ্তাহে প্রায় প্রতি রাতেই ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউক্রেইনের রাজধানী কিইভ ও অন্যান্য শহরকে লক্ষ্যস্থল করেছে।  বুধবার কিইভের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সব ড্রোন ধ্বংস করে দিয়ে মস্কোর রাত্রিকালীন হামলা ব্যর্থ করে দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য