স্যন্দন ডিজিটেল ডেস্ক,,৩ মে: মূল্যবান কামোদ্দীপক ভেষজের খোঁজে গিয়ে তুষারধসের কবলে পড়ার পর নিখোঁজ ৫ গ্রামবাসীর সন্ধানে নেপালের উত্তরপশ্চিমের একটি দুর্গম এলাকা পুলিশের কয়েক ডজন উদ্ধারকর্মী চষে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।বায়াস গ্রামে অবস্থিত তাদের শিবিরে তুষার আঘাত হানার পর মঙ্গলবার থেকে ওই চার নারী ও এক পুরুষের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে জানিয়েছেন দারচুলা জেলার কর্মকর্তা প্রদীপ সিং ধামি।শিবিরে থাকা বাকি ৭ জন জীবিত ফিরতে পেরেছেন, বলেছেন তিনি।যে এলাকা থেকে ওই ৫ জন নিখোঁজ হয়েছে, সেটি রাজধানী কাঠমান্ডুর প্রায় ৫০০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত।“অবিরাম তুষারপাত ও বৃষ্টির কারণে নিখোঁজ গ্রামবাসীদের সন্ধানকাজ ব্যাহত হচ্ছে,” বলেছেন তিনি।‘হিমালয়ান ভায়াগ্রা’ নামে পরিচিত ছত্রাকজাতীয় ভেষজটি সংগ্রহে প্রতি গ্রীষ্মেই নেপালের শত শত গ্রামবাসী হিমালয়ের পাদদেশে যায়।২০০৭ সালে চীন সীমান্তবর্তী দুর্গম দোলপা অঞ্চলে বিরল ও দামি এই ভেষজ সংগ্রহে গিয়ে ব্যাপক তুষারঝড়ে ১৬ গ্রামবাসীর মৃত্যুও হয়েছিল।
তুষারধসে নিখোঁজ ৫ গ্রামবাসীর সন্ধানে অভিযান চালাচ্ছে নেপালের পুলিশ
সম্পরকিত প্রবন্ধ