স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুলাই : বাড়িতে হানা দিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় আটক চোর। ঘটনাটি সংঘটিত হয়েছিল, গত ৫ জুলাই রাজধানীর চন্দ্রপুর এলাকায়। ধৃত চোরের নাম বিশ্বজিৎ তাঁতি। তার বাড়ি মান্দাই থানাধীন লক্ষী লুঙ্গা এলাকায়। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত পাঁচ জুলাই সকাল সাড়ে এগারোটা নাগাদ দুই যুবক চন্দ্রপুর স্থিত বিশাখা দেবনাথের বাড়িতে হানা দেয়।
প্রথম অবস্থায় তারা বিশাখা দেবনাথের কাছে দাবি করেন বাড়িঘর পরিষ্কার করবে তারা। তখন বিশাখা দেবনাথ নামে বৃদ্ধ মহিলা রাজি হন নি। কিন্তু বাড়িতে সকলের উপর অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত দুই যুবক ধারালো অস্ত্র দেখিয়ে মহিলার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তী সময় থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ মহিলার কাছ থেকে বিবরণ নিয়ে আগে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযুক্তদের তালিকা বের করে বিশ্বজিৎ তাঁতিকে আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া স্বর্ণের চেইন। তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করে বাকি অভিযুক্তের নাম জানতে পারবে বলে অভিমত পুলিশের। রবিবার ধৃত যুবকের পুলিশ রিমান্ডের দাবি করে আদালতে সোপর্দ করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ।