স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ জুলাই : উরি থেকে পুলওয়ামা, কিংবা সম্প্রতি পহেলগাঁওয়ে ধর্ম পরিচয় জেনে পর্যটকদের হত্যা। একের পর এক সন্ত্রাসবাদী হামলার জেরে ভারত-পাকিস্তানের সম্পর্ক গত এক দশকে নিম্নমুখী। এমনকী অপারেশন সিঁদুরের পর সরাসরি সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। যদিও ভারত-পাক বাণিজ্যে এর প্রভাব পড়েনি! এমনকী অর্থমূল্যের নিরিখে বাণিজ্যের পরিমাণ আরও বেড়েছে। পরিসংখ্যান তুলে ধরে এমনই দাবি করল পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক। কেমন সেই পরিসংখ্যান?
পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’ একটি প্রতিবেদনে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের (এসবিপি) পরিসংখ্যান তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ১১ মাসে (জুলাই, ২৪ থেকে মে, ২৫) পাকিস্তানের আমদানি করা ভারতীয় পণ্যের অর্থমূল্য ১ হাজার ৮০৮ কোটি টাকার বেশি। অপরপক্ষে একই সময়ে ভারতে আমদানি করা পাকিস্তানি পণ্যের অর্থমূল্য মাত্র ৪ কোটি ২৭ লক্ষ টাকার সামান্য বেশি।