Thursday, January 16, 2025
বাড়িখেলাযেখানে মেসির সঙ্গে হলান্ডের মিল দেখেন গার্দিওলা

যেখানে মেসির সঙ্গে হলান্ডের মিল দেখেন গার্দিওলা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,৩ মে: রেকর্ড যেখানে, আর্লিং হলান্ড সেখানে—এই মৌসুমে হলান্ডের পারফরম্যান্সে এমনটাই বলাই যায়। প্রতিটি ম্যাচেই কোনো না কোনো নতুন রেকর্ড-কীর্তি গড়েই চলেছেন এই নরওয়েজিয়ান তারকা। এরপরও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মন কতটুকু জয় করতে পেরেছেন হলান্ড? না মানে, গার্দিওলার চোখে যিনি তুলনাহীন, সেই লিওনেল মেসির সঙ্গে তুলনায়! এই পথে যে হলান্ড আগের চেয়ে একটু হলেও এগিয়ে গেছেন, সেটা গার্দিওলার কথাতেই স্পষ্ট। আগে মেসির সঙ্গে তুলনা দিতে না চাইলেও এখন মেসির সঙ্গে এক জায়গায় হলান্ডের মিল দেখছেন এই কোচ।অবশ্য এই মৌসুমে হলান্ড যা খেলছেন, তাতে মেসির সঙ্গে তুলনা হওয়াটাই বোধ হয় স্বাভাবিক। এরই মধ্যে লিগে ৩৪ গোল করে ফেলেছেন হলান্ড। প্রিমিয়ার লিগে এক মৌসুমে কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোলের রেকর্ড এটাই। এর আগে এই রেকর্ডের যৌথ মালিকানা ছিল অ‍্যান্ড্রু কোল ও অ‍্যালান শিয়ারারের।তবে শিয়ারার ও কোল এই রেকর্ড গড়েছিলেন ৪২ ম্যাচের লিগে। আর হলান্ড তাঁদের সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন ৩৮ ম্যাচের লিগে মাত্র ৩০ ম্যাচ খেলেই। লিগ সিটির ম্যাচে এখনো বাকি ৬টি। আজ রাতেই ওয়েস্ট হামের বিপক্ষে গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিতে পারেন হলান্ড।এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে হলান্ডের মোট গোলসংখ্যা ৫০। ইংল্যান্ডের শীর্ষ লিগের খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৫০ গোলের সর্বশেষ নজির এর আগে দেখা গিয়েছিল ১৯৩০-৩১ মৌসুমে।

অ্যাস্টন ভিলার কিংবদন্তি টম ওয়ারিং লিগে করেছিলেন ৪৯ গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ৫০ গোল। প্রথম মৌসুমেই সিটির হয়ে ৫০ গোল নিশ্চয়ই দারুণ কীর্তি। তবে যার সঙ্গে হলান্ডের তুলনা হচ্ছে, সেই মেসি ২০১০ থেকে ২০১৯—এই ১০ মৌসুমের মধ্যে ৬ বারই মৌসুমে ৫০ গোল করার কীর্তি গড়েছিলেন।মেসির সঙ্গে হলান্ডের এক জায়গায় মিল দেখলেও সেই কথা মনে করিয়ে দিয়েছেন গার্দিওলা, ‘মেসির সঙ্গে কারও তুলনা হয় না, আর এটা আর্লিংকে সাহায্যও করবে না। তবে গোল ও গোল করার মানসিকতার দিক থেকে তুলনা হতে পারে। কিন্তু মেসি ১০ থেকে ১৫ মৌসুম ধরে এমনটা করছে। আর্লিংও গোলের দিক থেকে একইভাবে পারফর্ম করছে। প্রায় প্রতিটি ম্যাচেই গোল করছে। তবে আমার দেখা সবচেয়ে নিখুঁত ফুটবলার মেসি। দৃষ্টিভঙ্গি, ড্রিবল, পাস দেওয়ার ক্ষমতা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব—এমন অনেক কঠিন বিষয় বিবেচনাতে।’এই মৌসুমে এখন পর্যন্ত ৫০ গোল করা হলান্ডের এখনো উন্নতির জায়গা দেখছেন গার্দিওলা, ‘সব সময়ই আমি হলান্ডকে বলি, সে যদি এখনকার মতো সামনে গোল করতে না পারে, মানুষ বলবে, “ওহ্‌, হলান্ড ছন্দে নেই।” হলান্ডের খেলায় এখনো উন্নতির জায়গা আছে। আমরা তা নিয়ে কথাও বলেছি। শুধু তার মুভমেন্টে ও বক্সে নয়, পুরো ম্যাচেই। আমার মনে হয়, তার মধ্যে আরও ভালো করার করার আকাঙ্ক্ষা আছে।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য