স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর। হংকংয়ের গণতন্ত্রপন্থি অনলাইন সংবাদমাধ্যম স্ট্যান্ড নিউজ এর কার্যালয়ে পুলিশি অভিযানে সাংবাদকর্মীরা গ্রেপ্তার হওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য চীন এবং হংকং কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেন, “আমরা পিপলস রিপাবলিক অব চায়না (পিআরসি) এবং হংকং কর্তৃপক্ষকে সেখানকার অবাধ, স্বাধীন গণমাধ্যমকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো বন্ধ করা এবং অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া সব সাংবাদিকসহ নির্বাহী কর্মকর্তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।”“স্বাধীন গণমাধ্যমকে চুপ করিয়ে দিয়ে পিআরসি এবং স্থানীয় কর্তৃপক্ষ হংকংয়ের বিশ্বাসযোগ্যতা এবং সম্ভাব্যতা ক্ষুন্ন করছে,” বলেন তিনি।স্ট্যান্ড নিউজের কার্যালয়ে বুধবার পুলিশি অভিযান এবং সাংবাদকর্মীরা গ্রেপ্তার হওয়ার পর বন্ধ এর কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
‘রাষ্ট্রদোহমূলক প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের’ অভিযোগে গণমাধ্যমটির সাবেক ও বর্তমান মিলিয়ে ৭ জন কর্মীকে আটক করে হংকং পুলিশ। স্ট্যান্ড নিউজের কার্যালয়ে অভিযানে পাঠানো হয়েছিল ২০০’র বেশি পুলিশ কর্মকর্তাকে।এক বিবৃতিতে পুলিশ জানায়, তাদের ‘সাংবাদিকতা সংক্রান্ত প্রাসঙ্গিক সামগ্রী তল্লাশি ও জব্দ করার’ ক্ষমতা দেওয়া হয়েছে। এ ঘটনায় হংকংয়ে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
পুলিশের ওই অভিযানের পর স্ট্যান্ড নিউজ ফেইসবুকে এক পোস্টে বলেছে,তারা আর তাদের ওয়েবসাইট আপডেট করবে না। একদিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্টও তারা সরিয়ে নেবে।