Tuesday, February 11, 2025
বাড়িবিশ্ব সংবাদপূর্ব ইউরোপে কোভিডে মৃত্যু ছাড়াল ১০ লাখ: রয়টার্স

পূর্ব ইউরোপে কোভিডে মৃত্যু ছাড়াল ১০ লাখ: রয়টার্স

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর।  পূর্ব ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসে মৃত্যু ১০ লাখ ছাড়িয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক হিসাবে উঠে এসেছে।বৃহস্পতিবার অঞ্চলটি এ দুঃখজনক মাইলফলক অতিক্রম করেছে, বলেছে সংবাদমাধ্যমটি।

তাদের হিসাবে, মহাদেশটির যে ৫টি দেশে এখন কোভিডে দৈনিক মৃত্যু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, তার তিনটিই পূর্বইউরোপের। এই তিন দেশের মধ্যে রাশিয়া ছাড়াও আছে পোল্যান্ড ও ইউক্রেইন।“প্রতিদিন বিপুল সংখ্যক মৃত্যুতে আমি আতঙ্কিত, অনেক মৃত্যু, অকল্‌পনীয়,” বলেছেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র বাসিন্দা বোজিনা আদামোভিচ।পূর্ব ইউরোপের দেশগুলোতে মহাদেশের মোট জনসংখ্যার মাত্র ৩৯ শতাংশের বাস হলেও এখন পর্যন্ত ইউরোপ কোভিডে যত মৃত্যু দেখেছে তার অর্ধেকের বেশিই এই অঞ্চলের, বলছে রয়টার্স।

তাদের টালি অনুযায়ী, বৃহস্পতিবার পূর্ব ইউরোপে কোভিডে মৃত্যু পৌঁছেছে ১০ লাখ ৪৫ হাজার ৪৫৪ জনে; আর পুরো ইউরোপে এই সংখ্যা ১৮ লাখ ৭৩ হাজার ২৫৩ জন।রয়টার্স পূর্ব ইউরোপের মধ্যে যেসব দেশ ফেলেছে, তার মধ্যে আছে বেলারুশ, বুলগেরিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মলদোভা, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেইন।মৃত্যু বেশি হলেও পশ্চিম ইউরোপের তুলনায় পূর্ব ইউরোপে রোগী কম শনাক্ত হয়েছে। ওমিক্রনের দাপটে দিশেহারা পশ্চিম ইউরোপের অনেক দেশেই এখন প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি মিলছে।বুধবার পোল্যান্ড কোভিড সংক্রান্ত আরও ৭৯৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে; মহামারীর চতুর্থ ঢেউয়ে এটাই দেশটিতে দৈনিক সর্বোচ্চ মৃত্যু। অবশ্য ‍বুধবারের এ সংখ্যার মধ্যে আগের কয়েকদিনের কিছু মৃত্যুও যুক্ত হতে পারে, বড়দিনের ছুটির কারণে এই মৃত্যুগুলোর তথ্য আসতে দেরি হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

হাসপাতালগুলোতে রোগীর তীব্র চাপ, কোভিড পরিস্থিতি মোকাবেলায় কর্মকর্তাদের অজ্ঞতা এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় পোল্যান্ডের জনগণের মধ্যে টিকা নেওয়ার ব্যাপারে গা-ছাড়া ভাবের কারণেই মৃত্যু সংখ্যা বাড়ছে বলে মনে করেন দেশটির কলেজ অব ফ্যামিলি ফিজিশিয়ানসের মুখপাত্র ড. মাইকেল সুতকোওস্কি।

রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান বিভাগের তথ্য ও রয়টার্সের বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী, বিশ্বের দেশগুলোর মধ্যে কোভিডে মৃত্যু সংখ্যার হিসাবে যুক্তরাষ্ট্রের পর রাশিয়া দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

রুশ পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের হিসাবে নভেম্বরে দেশটিতে করোনাভাইরাস সংক্রান্ত মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৫২৭। মহামারীর পর আর কোনো মাসেই দেশটি এত মৃত্যু দেখেনি।

বিশ্বজুড়ে মহামারী এখন পর্যন্ত ৫৭ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।রাশিয়া তার জনসংখ্যার ৫৫ শতাংশকে কোভিড টিকার অন্তত এক ডোজ দিয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো।পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে চেক রিপাবলিক এবং হাঙ্গেরিই এখন পর্যন্ত টিকাদানে অন্যদের চেয়ে এগিয়ে আছে। দুটি দেশই তাদের জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশকে টিকার অন্তত এক ডোজ দিয়েছে।ইউরোপের এই অঞ্চলে টিকাদানে সবচেয়ে পিছিয়ে ইউক্রেইন; দেশটির বাসিন্দাদের মধ্যে এখনও এক তৃতীয়াংশও টিকার এক ডোজ পাননি বলে জানিয়েছে আওয়ার ডাটা ইন ওয়ার্ল্ড।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য