স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২৪ এপ্রিল: টুইটারে ‘নীল টিক’ মানে এই আইডির পেছনের মানুষটি আসল। বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিদের খোঁজখবর রাখতে নীল টিকের এ আইডিগুলো সবচেয়ে নির্ভরশীল জায়গা। খেলার দুনিয়ার তারকাদের নানা খবরও পাওয়া যেত নীল টিক চিহ্নওয়ালা আইডিতে। কিন্তু দুই দিন টুইটারে কে আসল আর কে নকল, তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।তারকাদের আইডি থেকে নির্ভরতার সেই নীল চিহ্নই যে গায়েব হয়ে গিয়েছিল। তাই ক্রিস্টিয়ানো রোনালদো, বাবর আজম ও বিরাট কোহলিদের মত। তবে স্বস্তির ব্যাপার হচ্ছে তারকাদের অনেককেই নীল টিক আবার ফেরত দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।টুইটার থেকে নীল চিহ্ন গায়েব হওয়ার পেছনে ভূমিকা রেখেছে টুইটারের নতুন নীতি। সেই নতুন নিয়ম অনুসারে নীল টিক চিহ্নের জন্য দিতে হবে প্রতি মাসে ৮ ডলার করে। এই টাকা না দিলে গায়েব হয়ে যাবে নীল টিক। শুরুতে অবশ্য মাসে ২০ ডলারের কথা ভাবা হয়েছিল। যদিও পরে সেখান থেকে সরে আসেন টুইটারের মালিক ইলন মাস্ক।অতীতে এ নিয়ম সেভাবে কার্যকর না করলেও গত শুক্রবার এক বিবৃতি দিয়ে নীল টিক সরিয়ে দেওয়া হয়। আর এ নিয়মের কারণে রোনালদো–কোহলিদের চিহ্নও গায়েব হয়ে যায়। তবে দুই দিন পর নিজেদের অবস্থান থেকে সরে এসেছে টুইটার কর্তৃপক্ষ। তারকাদের অনেকেই তাঁদের নীল টিক চিহ্ন ফেরত পেয়েছেন। যেখানে রোনালদো, কোহলি, বাবর, লেব্রন জেমসসহ অনেকেই আছেন।গত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের এ প্ল্যাটফর্মে দেখা গেছে নানা অস্থিরতা। এসেছে নতুন নতুন সব নিয়মও। নীল টিক রাখতে অর্থ খরচ করার বিষয়টিও এর একটি।
টুইটারের ‘নীল টিক’ ফেরত পেয়েছেন রোনালদো–কোহলিরা
সম্পরকিত প্রবন্ধ