স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২৪ এপ্রিল: আপনি ছবি তুলতে পছন্দ করেন। ঘুরতে গিয়ে একের পর এক ছবি-সেলফি তুলেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। তাহলে ইতালির উত্তরাঞ্চলীয় পোরতোফিনো শহরটি আপনার জন্য নয়। কেননা, এই শহরে ঘুরতে গিয়ে সেলফি তুললে জরিমানা গুনতে হবে আপনাকে।পোরতোফিনো ইতালির জনপ্রিয় একটি পর্যটন শহর। প্রতিবছর দেশি-বিদেশি অসংখ্য পর্যটক শহরটিতে ঘুরতে যান। সম্প্রতি শহর কর্তৃপক্ষ জানিয়েছে, পোরতোফিনোয় ঘুরতে গেলে পর্যটকেরা সেলফি তোলার জন্য ভিড় করতে পারবেন না। এমন করলে গুনতে হবে ২৭৫ ইউরো। জনপ্রিয় একটা পর্যটন শহরে এমন কঠিন নিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে। হঠাৎ কেন শহর কর্তৃপক্ষ এমন অজনপ্রিয় সিদ্ধান্ত নিল। কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট শহরটির পর্যটনকেন্দ্রগুলোয় প্রচণ্ড ভিড় হয়। ভিড়ের মধ্যেও মানুষ সেলফি তোলার জন্য এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন।পোরতোফিনোর মেয়র মাত্তে ভিয়াকাভা জানান, এই সমস্যা সমাধানের জন্য শহরে ‘নো ওয়েটিং জোন’ চালু করা হয়েছে। অর্থাৎ শহরের নির্দিষ্ট এসব জায়গায় সেলফি কিংবা ছবি তোলার জন্য কোনো পর্যটক ভিড় করতে বা অপেক্ষা করতে পারবেন না। ছবি তুললে জরিমানা গুনতে হবে।
যে শহরে সেলফি তুললে গুনতে হবে জরিমানা
সম্পরকিত প্রবন্ধ