স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর। ‘রাষ্ট্রদোহমূলক প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের’ অভিযোগে হংকংয়ের একটি গণতন্ত্রপন্থি অনলাইন নিউজ পোর্টালের কার্যালয়ে অভিযান চালিয়ে ছয় সংবাদকর্মীকে গ্রেপ্তার করেছে নগরীটির পুলিশ।পুলিশ স্বাধীন গণমাধ্যম স্ট্যান্ড নিউজের সাবেক ও বর্তমান কর্মীদের গ্রেপ্তার করেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে স্ট্যান্ড নিউজের বর্তমান এবং সাবেক প্রধান সম্পাদকও আছেন। গ্রেপ্তারদের মধ্যে আরও রয়েছেন হংকংয়ের পপ স্টার থেকে গণতন্ত্রের আইকন বনে যাওয়া সাবেক বোর্ড মেম্বার ডেনিস হো।বুধবার দুই শতাধিক পুলিশ কর্মকর্তাকে সেখানে অভিযানে পাঠানো হয়। অভিযান এখনও চলমান রয়েছে বলে জানা গেছে।এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তাদের ‘সাংবাদিকতা সংক্রান্ত প্রাসঙ্গিক সামগ্রী তল্লাশি ও জব্দ করার’ ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রদোহমূলক প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের’ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক ফেইসবুক পোস্টে নিশ্চিত করেছেন ডেনিস হো। তাকে ওয়েস্টান ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন।
গ্রেপ্তারদের মধ্যে তিন জন নারী ও তিন জন পুরুষ। তাদের সবার বয়স ৩৪ থেকে ৭৩ বছরের মধ্যে।তারা হলেন সাবেক প্রধান সম্পাদক চুং পুই-কুয়েন, ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক প্যাট্রিক লাম, সাবেক পরিচালক ডেনিস হো, মার্গারেট টিং, ক্রিস্টিন ফ্যাং ও চৌ ট্যাট-কাই।বুধবার স্ট্যান্ড নিউজের ফেইসবুক পেইজে পোস্ট করা একটি একটি ফুটেজে ডেপুটি অ্যাসাইনমেন্ট ডিরেক্টর রনসন চ্যানের দরজায় সাত সকালে একাধিক পুলিশ কর্মকর্তাকে দেখা যায়। রনসন চ্যানকে প্রেপ্তার করা না হলেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছে।আগের রাতে চ্যান হংকং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজের আয়োজন করেছিলেন। সেখানে অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন হিসেবে দেওয়া দেওয়া বক্তৃতায় চ্যান ‘অ্যাপল ডেইলি’বন্ধের কথা উল্লেখ করে ওই ঘটনা হংকংকে ‘কাঁপিয়ে’ দিয়েছিল বলে মন্তব্য করেন।
“সামনের পথ যত কঠিনই হোক না কেন হংকংয়ের সবসময় সত্য জানা দরকার আর সবসময় সাংবাদিকদেরও দরকার,” বলে বক্তৃতা শেষ করেছিলেন তিনি। এখন বিলুপ্ত হয়ে যাওয়া অ্যাপল ডেইলির কার্যালয়ে চলতি বছরের মাঝামাঝি কয়েকশ পুলিশ অভিযান চালিয়েছিল। হংকং ও চীনা নেতৃত্বের সমালোচক হিসেবে এই প্রকাশনাটির পরিচিতি ছিল।এর সম্পদ জব্দ করে নির্বাহীদের গ্রেপ্তার করার কিছু দিনের মধ্যেই পত্রিকাটি বন্ধ হয়ে যায়।এরপর স্ট্যান্ড নিউজ হংকংয়ের একমাত্র ও শেষ গণতন্ত্রপন্থি প্রকাশনা হয়ে দাঁড়ায়। ২০১৯ সালে নগরীটির গণতন্ত্রপন্থি প্রতিবাদের সময় হাতেগোনা তুলনামূলকভাবে নতুন যে অনলাইন নিউজ পোর্টালগুলো বিশিষ্টতা অর্জন করেছিল স্ট্যান্ড নিউজ তাদের মধ্যে একটি।