স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ জুন : বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দুই কিশোরীকে গণধর্ষণ! ওড়িশার গঞ্জাম জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম পালিয়ে যাওয়ার আগে চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ৩ জুন এমন ঘটনা ঘটে। পরের দিন অর্থাৎ ৪ জুন অভিযোগ দায়ের হয়। এদিকে ৬ জুন দুই নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়। শনিবার পুলিশের তরফে পুরো ঘটনা জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৪ বছর ও ১৫ বছর বয়সি দুই কিশোরী একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গ্রামে এসেছিল। সেখানে এক পূর্ব পরিচিত যুবক তাদের দু’জনকে ফাঁকা একটি জায়গায় নিয়ে যায়। সেখানে একে একে আরও তিন যুবক যোগ দেন। এরপরই চার যুবক মিলে দুই কিশোরীকে অপহরণ করে একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানেই চারজন মিলে দুই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
এদিকে সারারাত ধরে দু’জন কিশোরীকে খুঁজে না পাওয়ায় পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। পরেরদিন অর্থাৎ ৪ জুন সকালে গ্রাম থেকে কিছুটা দূরে একটি জঙ্গল থেকে অসুস্থ অবস্থায় দুই কিশোরীরে উদ্ধার করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা।
বহ্মপুরের পুলিশ সুপার শ্রবণ বিবেক বলেন, “নির্যাতিতাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকে চিহ্নিত করা হয়। তারপর থেকেই তাঁদের খোঁজ চলছিল। অবশেষে অন্ধ্রপ্রদেশ পালিয়ে যাওয়ার আগে চার অভিযুক্তকেই পাকড়াও করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”