Friday, October 18, 2024
বাড়িখেলাফুটবলের সোনালি দিন ফিরিয়ে আনতে হবেঃ স্যন্দন সম্পাদক

ফুটবলের সোনালি দিন ফিরিয়ে আনতে হবেঃ স্যন্দন সম্পাদক

ক্রীড়া প্রতিনিধি।। রাজ্যে ফুটবলের সোনালি দিনগুলি ফিরিয়ে আনতে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানালেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে। বুধবার ঐতিহ্যবাহী রাখাল শীল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, “ফুটবল এই রাজ্যে বরাবরই জনপ্রিয় খেলা। কিন্তু অতীতে এর যে জৌলুশ ছিল এখন সেটা কম। সেই উদ্দীপনা ফিরিয়ে আনতে হবে”। আসরের উদ্বোধক ক্রীড়ামন্ত্রী অনুষ্ঠানে সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরার খেলাধূলার উন্নতিতে বর্তমান রাজ্য সরকার বরাবরই সচেষ্ট। এর মধ্যে অন্যতম হলো ফুটবল।

 ফুটবলের স্বর্ণালী যুগ আবার ফিরে পেতে বর্তমান রাজ্য সংস্থার কমিটির কর্তারা আপ্রাণ চেষ্টা করে চলছেন। রাজ্য সরকারও চাইছে ত্রিপুরার ফুটবলের আরও উন্নতি। তা মাথায় রেখেই উমাকান্ত মিনি স্টেডিয়ামকে জাতীয় মানের করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেইমতো প্লেনও পাঠানো হয়েছে কাছে। সবকিছু ঠিকঠাক থাকলে উমাকান্ত মিনি স্টেডিয়ামকে নতুন রূপে পাওয়া যাবেই। উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ফরোয়ার্ড ক্লাব ৩-‌১ গোলে পরাজিত করে রামকৃষ্ণ ক্লাবকে। ক্রীড়ামন্ত্রী আরও বলেন,”ত্রিপুরার ফুটবলের উন্নতিতে রাজ্য সরকারের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। সেই মতো প্লেন পাঠানো হবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে”। বিগত দিনে ফুটবল সংস্থা যে সকল কর্তারা পরিচালনা করতেন তাদের মধ্যে অনেকেই মাঠে রা‌জনীতি করতেন।

এর প্রভাব পড়েছিলো ফুটবল মাঠে এবং ফুটবলারদের মধ্যে। যার ফলে ফুটবলের উন্মাদনা অনেকটাই কমে গিয়েছিলো। ক্রীড়ামন্ত্রী মনে করেন,”বর্তমান ফুটবল সংস্থার কমিটির কর্তারা নতুন উদ্যোমে রাজ্যের ফুটবলকে নতুন দিশা দেখাতে শুরু করেছে। মাঠে ফুটবলপ্রেমীরা আসতে শুরু করেছে। যা আগামীদিনের জন্য শুভ লক্ষ্মণ। অনেকটা উৎসবের মেজাজে এখন রাজ্যে ফুটবলের আসর হচ্ছে”। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য ফুটবল সংস্থার সহ-সভাপতি প্রণব সরকার বলেন,”ত্রিপুরায় ফুটবলের উন্নতির জন্য রাজ্য সংস্থা আপ্রাণ চেষ্টা করবে। রাজ্য সরকারকে সবরকমের সহযোগিতা করবে ফুটবল সংস্থা। আমাদের লক্ষ্য একটাই, ত্রিপুরার ফুটবলকে কয়েক কদম এগিয়ে নিয়ে যাওয়া”। এবছর ঐতিহ্যবাহী পদ্মজং ফুটবল করার পরিকল্পনা রয়েছে রাজ্য সংকারের বলে জানা গেছে। পরে দু-‌দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হওয়ার পর বলে পা লাগিয়ে নকআউট ফুটবলের উদ্বোধন করেন উদ্বোধক প্রাক্তন ফুটবলার সঞ্জীৎ সাহা এবং ক্রীড়ামন্ত্রী সহ বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে  প্রমুখ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য