Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদবোয়িং-৭৩৭ ম্যাক্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ইন্দোনেশিয়া

বোয়িং-৭৩৭ ম্যাক্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ইন্দোনেশিয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর। ইন্দোনেশিয়া তিন বছরেরও বেশি সময় পর বোয়িং-৭৩৭ ম্যাক্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ২০১৮ সালে লায়ন এয়ারের এই মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।

ওই দুর্ঘটনায় ১৮৯ জন যাত্রী নিহত হয়েছিল। ইন্দোনেশিয়ার সেই দুর্ঘটনার পর কয়েকমাসের ব্যবধানেই ২০১৯ সালের মার্চে ইথিওপিয়ায় একই মডেলের আরেকটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়, যাতে মারা যায় ১৫৭ আরোহী।সাড়ে তিনশ মানুষের প্রাণ কেড়ে নেওয়া মর্মান্তিক ওই দুটি দুর্ঘটনার পর বিভিন্ন দেশ ও বিমান পরিবহন সংস্থায় ৭৩৭ ম্যাক্সের সরবরাহ সাময়িকভাবে স্থগিত হয়। উড়োজাহাজটির উৎপাদন সাময়িকভাবে কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় বোয়িং। বিশ্বব্যাপী এ মডেলের সব উড়োজাহাজের উড্ডয়নও বন্ধ রাখা হয়।

বিবিসি জানায়, সোমবার ইথিওপিয়ান এয়ারলাইনসও জানিয়েছে, তারা ফেব্রুয়ারি থেকে এই উড়োজাহাজের ফ্লাইট চালু করবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ এই মডেলের উড়োজাহাজ উড্ডয়ন ফের চালু করার কয়েক মাস পর ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়ার পক্ষ থেকেও বোয়িং-৭৩৭ ম্যাক্স চালুর ঘোষণা এল।বর্তমানে ১৮০’র বেশি দেশ বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ চালুর অনুমোদন দিয়েছে। চলতি বছরে অস্ট্রেলিয়া, জাপান, ভারত, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বোয়িং ৭৩৭ ম্যাক্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। উড়োজাহাজটি সিস্টেমে যে পরিবর্তন আনা হয়েছে তা নিয়ন্ত্রক সংস্থার পরীক্ষার পরই এটি চালু করা হচ্ছে।

এয়ারলাইনসগুলোকে অবশ্যই বিমান চলাচল সম্পর্কিত নির্দেশাবলী অনুসরণ করতে হবে। তাছাড়া, বোয়িং ৭৩৭ ম্যাক্স ফের উড্ডয়ন করার আগে এটি পরিদর্শন করতে হবে। সরকারি কর্মকর্তারাও এটি পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য