Wednesday, July 23, 2025
বাড়িবিশ্ব সংবাদহাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫০

হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫০

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১৪ ডিসেম্বর: হাইতির উত্তরাঞ্চলে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।সোমবার রাতে দেশটির ক্যাপ-হাইতিয়ান শহরের এই বিস্ফোরণে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় চিকিৎসকরা।

ক্যাপ-হাইতিয়ান শহরের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেছেন, ৫০ থেকে ৫৪ জনকে জীবন্ত পুড়ে মারা যেতে দেখেছেন তিনি।তারা এমনভাবে দগ্ধ হয়েছে যে, তাদের শনাক্ত করা অসম্ভব। এলাকার ২০ টি বাড়ি বিস্ফোরণে জ্বলে গেছে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষে ভরে গেছে।বিবিসি জানায়, প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি বলেছেন, এই দুর্ঘটনার কারণে গোটা দেশই শোকার্ত। তিনি এ ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে ঘটনাস্থলে আগুনের শিখা দেখা গেছে। এক প্রত্যক্ষদর্শী বিস্ফোরণস্থলকে ‘নরক’ বলে বর্ণনা করেছেন।স্থানীয় একটি হাসপাতালের নার্স বলেছেন, “গুরুতরভাবে পুড়ে যাওয়া এতগুলো মানুষের চিকিৎসা দেওয়ার সক্ষমতা আমাদের নেই। আমরা তাদের সবাইকে বাঁচাতে পারবনা বলে ভয় পাচ্ছি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!