Friday, April 19, 2024
বাড়িবিশ্ব সংবাদযৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চায় জার্মানি ও নেটো মিত্ররা

যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চায় জার্মানি ও নেটো মিত্ররা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১৪ অক্টোবর: জার্মানি এবং তাদের ১৩ টি নেটো মিত্রদেশ ক্ষেপণাস্ত্র থেকে নিজেদের আকাশ সুরক্ষিত রাখতে যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে চায়।এজন্য তাদের পছন্দ ইসরায়েলের অ্যারো থ্রি সিস্টেম, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং জার্মানির আইআরআইএস-টি। বার্লিন বৃহস্পতিবার একথা জানিয়েছে।ব্রাসেলসে নেটোর সদরদপ্তরে একটি অনুষ্ঠানে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা ল্যামব্রেখট বলেন, ‘‘এ উদ্যোগের মাধ্যমে আমরা ইউরোপের নিরাপত্তার জন্য আমাদের যৌথ দায়িত্ব পালন করছি, আমাদের সম্পদ একত্রিত করে।”সেখানে নিজেদের আগ্রহ প্রকাশ করে ১৪টি দেশ একটি চিঠিতে সই করেছে। এস্তোনিয়ার প্রতিনিধি ওই অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও তারাও এই উদ্যোগের অংশ হয়েছে। যেটিকে তারা বলছে, ‘ইউরোপিয়ান স্কাই শিল্ড’ বা ‘ইউরোপের আকাশের সুরক্ষাবর্ম’।জার্মানি ছাড়াও সই করা দেশগুলো হল: যুক্তরাজ্য, স্লোভাকিয়া, নরওয়ে, লাটভিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, বেলজিয়াম, চেকিয়া, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, রোমানিয়া এবং স্লোভেনিয়া।বার্তা সংস্থা রয়টার্স জানায়, রেথিয়নের প্যাট্রিয়ট ইউনিটস বা অতি সম্প্রতি আধুনিকায়ন করা আইআরআইএস-টি এর মত ভূমিভিত্তিক আকাশ সুরক্ষা ব্যবস্থা পশ্চিমা অনেক দেশের হাতেই এখন প্রয়োজন অনুযায়ী নেই। কারণ, পশ্চিমা অনেক দেশ স্নায়ু যুদ্ধের পর সামরিক খাতে অধিক ব্যয় করতে অনিচ্ছুক হয়ে পড়েছিল।এতদিন বিষয়টি নিয়ে সংকট তৈরি না হলেও ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন এই স্বল্পতাকে আবারও সামনে নিয়ে এসেছে।

কিইভ এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আর্তনাদ করছে। তারা বলছে, তাদের হাতে যত আকাশ সুরক্ষা ব্যবস্থা থাকবে তারা রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে তত নগরী এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা করতে পারবে।জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশগুলো দ্রুত প্রথম চুক্তিতে উপনীত হতে চাইছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমরা প্রথম যৌথ প্রকল্পগুলিতে দ্রুত কাজ করব। প্যাট্রিয়ট ইউনিটগুলির যৌথ ক্রয় তাদের মধ্যে একটি এবং সেইসাথে আধুনিক প্রযুক্তির আইআরআইএস-টি।”জার্মানির প্রতিরক্ষা কোম্পানি ডিহ্যেয় আইআরআইএস-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করে।বার্লিন এ সপ্তাহে চারটি আইআরআইএস-টি এসএলএম সিস্টেমের প্রথম চালান ইউক্রেইনে পাঠিয়েছে। যদিও তাদের নিজেদের সেনাবাহিনীর হাতেই এ ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে নেই। একইসঙ্গে জার্মানি প্যাট্রিয়ট ইউনিটস এর সংখ্যাও বাড়াতে চাইছে।প্যাট্রিয়ট এবং আইআরআইএস-টি মাঝারি মাত্রার আকাশ প্রতিরক্ষা দিতে পারে। কিন্তু তাদের এখন ইসরায়েলের তৈরি উচ্চমাত্রার অ্যারো থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও প্রয়োজন।ল্যামব্রেখট বলেন, ‘‘আমাদের দ্রুত এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কারণ, আমরা হুমকি এবং বিপজ্জনক সময়ের মধ্যে বাস করছি।‘‘এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে আমি মনে করি এটি (অ্যারো থ্রি) সঠিক সিস্টেম হবে। ইউরোপ যে চ্যালেঞ্জে পড়েছে সেটার জন্য এটি একটি খুব ভাল ব্যবস্থা হবে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য