Saturday, July 27, 2024
বাড়িখেলা'রোনালদোর ৭০০ গোল অবিশ্বাস্য, অনেকে ৭০০ ম্যাচও খেলতে পারে না'

‘রোনালদোর ৭০০ গোল অবিশ্বাস্য, অনেকে ৭০০ ম্যাচও খেলতে পারে না’

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১৪ অক্টোবর: পর্তুগিজ মহাতারকার এই অর্জন কতটা বিশাল, তা বোঝাতে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ একটু মজা করে বললেন, অনেক খেলোয়াড় তো ক্যারিয়ারে ৭০০ ম্যাচই খেলতে পারে না!৬৯৮ ক্লাব গোল নিয়ে মৌসুম শুরু করেছিলেন রোনালদো। তবে গ্রীষ্মের দলবদলে ক্লাব ছাড়ার জোরাল গুঞ্জন এবং পরে পারাবারিক কারণ দেখিয়ে প্রাক মৌসুম প্রস্তুতিতে দেরিতে যোগ দেওয়া – সব মিলিয়ে মৌসুম শুরুর আগে ফিটনেস ও প্রস্তুতির যথেষ্ট ঘাটতি রয়ে যায়।সেজন্য শুরু থেকে তাকে বেশ সংগ্রাম করতে হচ্ছে তাকে। শুরুর একাদশেও হারিয়েছেন জায়গা। চলতি মাসেই যেমন ম্যানচেস্টার ডার্বিতে দলের ৬-৩ গোলে হারের ম্যাচে ৩৭ বছর বয়সী রোনালদোকে বদলি হিসেবেও নামাননি টেন হাগ।রোনালদো চলতি মৌসুমে তার প্রথম গোলটি করেন ইউরোপা লিগে, শেরিফ তিরাসপোলের বিপক্ষে। ৭০০তম গোলের জন্য তার অপেক্ষা এরপর ক্রমশ বাড়ছিল। অবশেষে তা ধরা দেয় গত রোববার প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে। বদলি হিসেবে নেমে পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন রোনালদো।

রোনালদো ৭০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ৯৪৫ ম্যাচে। ইউনাইটেডের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার ইউরোপ লিগে, ওমনিয়া নিকোসিয়ার বিপক্ষে। এই ম্যাচের আগে ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ইউভেন্তুস ফরোয়ার্ডকে তার অসাধারণ কীর্তির জন্য অভিনন্দন জানান টেন হাগ।“৭০০ ক্লাব গোল। অনেক খেলোয়াড় তো ৭০০টি ম্যাচই খেলতে পারে না, আর সে কিনা ৭০০ গোল করেছে। আমি সত্যিই তার জন্য খুশি। তাকে অভিনন্দন জানাই।”টেন হাগ মনে করেন, দিন শেষে খেলাটা দলগত হলেও রোনালদো যা করেছেন তা বিশেষ কিছু। “অসাধারণ। ফুটবল হলো (দলগত খেলা) এবং আমরা এটি সেভাবেই প্রকাশ করি।”“আমার মনে হয়, ক্রিস্তিয়ানোও জানে যে দল ছাড়া এসব কিছু করা সম্ভব না। তারপরও আমাকে বলতেই হবে, এটা অনেক বড় ব্যক্তিগত পারফরম্যান্স। এমন কিছু অর্জন করা অবিশ্বাস্য ব্যাপার।”বিবিসির তথ্য অনুযায়ী, ক্লাব ফুটবলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো পরেই আছেন লিওনেল মেসি, ৬৯১ গোল নিয়ে।ইউরোপা লিগে ‘ই’ গ্রুপে ৩ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে ইউনাইটেড। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ।৩ পয়েন্ট নিয়ে তিনে আছে শেরিফ, শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে নিকোসিয়া।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য