Wednesday, March 19, 2025
বাড়িবিশ্ব সংবাদজাপানের মধ্যাঞ্চলে টাইফুনের তাণ্ডব, নিহত ২

জাপানের মধ্যাঞ্চলে টাইফুনের তাণ্ডব, নিহত ২

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: জাপানের মধ্যাঞ্চলে একটি টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টি ও ঝড় বয়ে গেছে, এতে লক্ষাধিক বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে ও অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।দেশটির বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, ঝড়ের তাণ্ডবের সবেচেয়ে বেশি শিকার হয়েছে রাজধানী টোকিওর দক্ষিণপশ্চিমের শহর শিজুওকা। বৃহস্পতিবার বৃষ্টি শুরু হওয়ার পর থেকে শনিবার সকাল পর্যন্ত এখানে রেকর্ড ৪১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে।টাইফুন তালাসের কেন্দ্রস্থলে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে যা দমকা হওয়াসহ সর্বোচ্চ প্রায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে বলে জানিয়েছে জেএমএ। কিয়োদো জানিয়েছে, ভূমিধসে চল্লিশোর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং জলাশয়ে পড়ে যাওয়া একটি গাড়ি থেকে ২৯ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।বিদ্যুৎ সরবরাহকারী চুবু ইলেকট্রিক পাওয়া গ্রিড কোম্পানি জানিয়েছে, প্রায় ১ লাখ ২০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে। ভূমিধসে দুটি বৈদ্যুতিক টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। 

“ভূমিধস ও অন্যান্য কারণে সৃষ্ট সমস্যা সমাধান করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছু সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে,” নিজেদের টুইটার অ্যাকাউন্টে বলেছে কোম্পানিটি।বৃষ্টির কারণে শুক্রবার সন্ধ্যা থেকে বন্ধ থাকলেও বুলেট ট্রেন চলাচল ফের শুরু হয়েছে বলে সেন্ট্রাল জাপান রেলওয়ে জানিয়েছে। শনিবার সকালে জেএমএ তালাসকে অতিক্রান্ত টাইফুন হিসেবে চিহ্নিত করলেও এর প্রভাবে শিজুওকায় প্রবল বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এবং এতে ভূমিধস ও বন্যা হতে পারে বলে সতর্ক করেছে। টোকিও থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে ইয়োকোহামা শহর কর্তৃপক্ষ শনিবার দুপুরের মধ্যে প্রায় তিন হাজার বাসিন্দাকে তাদের অবস্থান থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। এর আগে সোমবার চলতি বছর জাপানে আঘাত হানা অন্যতম সবচেয়ে বড় টাইফুন নানমাদোল দেশটির পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালায়। সে সময় তীব্র ঝড় ও রেকর্ড বৃষ্টিপাতের মধ্যে অন্তত দুই জন নিহত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য