Saturday, April 20, 2024
বাড়িরাজ্যবিজেপি'র চিন্তন বৈঠক

বিজেপি’র চিন্তন বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : নির্বাচন যতই এগিয়ে আসছে কৌশল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে শাসক দল বিজেপি। কারণ আসন্ন বিধানসভার নির্বাচন আর মাত্র পাঁচ মাস বাকি। সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি ময়দানে ঝড় তুলেছে। সুতরাং শাসক, বিরোধী উভয়ের কাছে পাখির চোখ ২০২৩ -এর বিধানসভা নির্বাচন।

তাই নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আগে কৌশল নির্ধারণ করতে ব্যস্ত বিজেপি। শনিবার প্রদেশ বিজেপির চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর হাপানিয়াস্থিত একটি রিসটে। চিন্তন বৈঠকে প্রদীপ প্রজ্জলন করে সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এইদিনের চিন্তন বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রই বিএল সন্তোষ, প্রদেশ বিজেপির প্রভারি ডাক্তার মহেশ শর্মা, বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্রা, বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী ফণীন্দ্র নাথ শর্মা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, সংসদ বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ অন্যান্যরা। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এইদিনের চিন্তন বৈঠক করা হয়েছে। বৈঠকে প্রদেশ বিজেপির সকল স্তরের নেতৃত্ব, বিজেপির সকল মন্ত্রী, বিধায়ক, রাজ্যের লোকসভার দুই সাংসদ, প্রদেশ বিজেপির বিভিন্ন মোর্চার নেতৃত্ব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাংগঠনিক বিষয় সহ একাধিক বিষয় নিয়ে এইদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য