Friday, February 14, 2025
বাড়িবিশ্ব সংবাদগাদ্দাফির ছেলে সাইফ প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন

গাদ্দাফির ছেলে সাইফ প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : লিবিয়ার নিহত সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন।ডিসেম্বরে হতে যাওয়া নির্বাচনের প্রার্থী হিসেবে নিবন্ধন করতে প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো রোববার প্রকাশ্যে এসেছিলেন তিনি।

মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়াজুড়ে বিশৃঙ্খলা বিরাজ করছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্য সামনে রেখে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে।   বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ার নির্বাচন কমিশনের এক ভিডিওতে সাইফ আল ইসলামকে (৪৯) ধূসর সাদা দাড়িসহ ঐতিহ্যবাহী বাদামি পোশাক ও পাগড়ি এবং চশমা পরা অবস্থায় দক্ষিণাঞ্চলীয় শহর সেবার নির্বাচন কমিশন কেন্দ্রে দেখা গেছে।

প্রেসিডেন্ট নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তাদের মধ্যে সাইফ অন্যতম বিশিষ্ট ও বিতর্কিত ব্যক্তিত্ব। এই সম্ভাব্য প্রার্থী তালিকায় লিবিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দেবেইবাহ ও পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহও আছেন।

২০১১ সালে নেটো সমর্থিত অভ্যুত্থানে লিবিয়ায় সাইফদের পারিবারিক শাসনের অবসান ঘটে। তার আগে দেশটির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তার নাম লিবিয়াজুড়ে অত্যন্ত পরিচিত হলেও প্রায় এক দশকের মধ্যে তাকে তেমন একটা দেখা যায়নি। 

২০১১ সালে লড়াই চলার সময়ই লিবিয়ানরা সর্বশেষ তাকে প্রকাশ্যে দেখেছিল। ওই সময় আটক হওয়ার পর ভিডিওলিঙ্কের মাধ্যমে ত্রিপোলির একটি আদালতে হাজির হয়েছিলেন তিনি। ওই আদালত যুদ্ধাপারাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। 

আদালতের এ রায় সত্ত্বেও কখনও লিবিয়ার পর্বতময় অঞ্চল জিনতান ছেড়ে কোথাও যাননি তিনি। জিনতানে যাদের হাতে তিনি বন্দি ছিলেন তারা পরে তাকে মুক্ত করে দেয়।

সাইফ প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন, এমন ঘোষণায় তার নিজ শহর সিরতে ও আরেক শহর বানি ওয়ালিদে গাদ্দাফির সমর্থকরা মিছিল করে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। 

২০১১-র অক্টোবরে মুয়াম্মার গাদ্দাফি সিরতের কাছে তার বিরোধী যোদ্ধাদের হাতে ধরা পড়ার অল্প সময় পর গুলিতে নিহত হন। এর কয়েকদিন পর প্রতিবেশী নাইজারে পালিয়ে যাওয়ার সময় সাইফ আল-ইসলাম জিনতানের যোদ্ধাদের হাতে ধরা পড়েন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য