Sunday, October 6, 2024
বাড়িবিনোদনফের একফ্রেমে ঋতুপর্ণা-প্রসেনজিৎ!

ফের একফ্রেমে ঋতুপর্ণা-প্রসেনজিৎ!

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১৭  সেপ্টেম্বর :  ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটির ম্যাজিকই আলাদা। যখনই পর্দায় আসেন, তখনই একেবারে বাজিমাত। এই যেমন দেখুন, বহু বছর পর নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘প্রাক্তন’। বক্স অফিসে দারুণ হিট। তারপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ এবং হালফিলের ‘অযোগ্য’। এই জুটি মানেই দর্শকদের মন কেড়ে নেওয়া। টলিপাড়ার অন্দরের খবর, এই জুটি নাকি ফের একসঙ্গে কাজ করতে চলেছেন! ভাবছেন কোন ছবি?

টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, কোনও সিনেমা নয়। বরং এক রান্নার তেলের বিজ্ঞাপনে দেখা যাবে ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে। এই জুটি নাকি এবার একসঙ্গে মিলে ইলিশ, চিংড়ি রাঁধবেন। টেকনিশিয়ানস স্টুডিওতে এই শুটের জন্য ইতিমধ্যেই সেট তৈরি শুরু। সূত্রের খবর অনুযায়ী, আগামী বৃহস্পতিবারই ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে নিয়ে শুট হবে। খবর রয়েছে, এই বিজ্ঞাপনের নেপথ্যে রয়েছেন টলিউডের সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে এখনই এই শুটিং নিয়ে তাঁরা মুখ খুলতে নারাজ।

নয়ের দশকের মাঝামাঝি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির সফর শুরু হয়। প্রথম ছবিই ছিল সুপারহিট। তার পর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’-এর মতো সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন দুজনে। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর বহুদিন একসঙ্গে কাজ করেননি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ। কিন্তু দুজনের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।

২০১৬ সালে মুক্তি পায় ‘প্রাক্তন’। আবারও সুপারহিট প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির অনস্ক্রিন রসায়ন। এই জুটিকে নিয়েই আবার কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করেছিলেন ‘দৃষ্টিকোণ’। আলাদা গল্প, আলাদা চরিত্র। কিন্তু প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ম্যাজিক ছিল অক্ষুন্ন। তারপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অযোগ্য’ ছবি প্রমাণ দিল তাঁরা এখনও টলিউডের সুযোগ্য ও সুপারহিট জুটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য