স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : বন্যার জলে কালভার্ট ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগ এলাকাবাসীর। সম্প্রতি বন্যায় গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা এলাকার গকুল সর্দার পাড়ার একটি কালভার্ট ভেঙ্গে যায়। কালভার্ট ভেঙ্গে যাওয়ার পর থেকে বিপাকে পরেছেন এলাকার লোকজন। বর্তমানে এলাকার লোকজন ভাঙ্গা কালভার্টের জায়গায় দুইটি ছোট গাছের লগ দিয়ে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে।
স্থানীয়রা জানান এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের অবগত করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে এখনো পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্থানীয়দের দাবি ভাঙ্গা কালভার্টের জায়গায় একটি বক্স কালভার্ট নির্মাণ করে দেওয়া হোক। এদিকে এক মহিলা জানান, প্রতিদিন ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রোগী নিয়ে যাতায়াত করতে তাদের বড় সমস্যা হচ্ছে। পাশাপাশি স্কুলে যাতায়াত করতে ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। এতে অত্যন্ত অসন্তুষ্ট এলাকাবাসী। অবিলম্বে সংস্কার করার জন্য দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।