স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৬ মার্চ: সালমান খান তার আসন্ন তেলুগু ডেবিউ ‘গডফাদার’-এর একটি শুটিং শিডিউল শেষ করেছেন। এই সিনেমায় তার সহ-অভিনেতা চিরঞ্জীবী, নয়নতারা এবং রাম চরণ।সিনেমার পরিচালক মোহন রাজা তার টুইটার হ্যান্ডেলে আপডেটটি শেয়ার করে লিখেছেন, “শক্তিশালী মানুষ, মিষ্টি ব্যক্তিত্ব প্রিয়তম ভাই @beingsalmankhan এর সঙ্গে একটি অসাধারণ শিডিউল শেষ করেছি।
ধন্যবাদ ভাই এটিকে এত আরামদায়ক এবং এত স্মরণীয় করার জন্য এবং আমাদের সমর্থনের স্তম্ভ @kchirutweets কে ধন্যবাদ। আমাদের #GodFather @MusicThaman এবং টিমের জন্য এটি ঘটানোর জন্য।”এই সিনেমায় সলমন কোন ভূমিকায় অভিনয় করবেন সেই খবর এখনও গোপন রাখা হয়েছে।