Wednesday, February 12, 2025
বাড়িবিনোদনআসছে সলমনের প্রথম তেলুগু সিনেমা, শেষ হল শুটিং

আসছে সলমনের প্রথম তেলুগু সিনেমা, শেষ হল শুটিং

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৬ মার্চ: সালমান খান তার আসন্ন তেলুগু ডেবিউ ‘গডফাদার’-এর একটি শুটিং শিডিউল শেষ করেছেন। এই সিনেমায় তার সহ-অভিনেতা চিরঞ্জীবী, নয়নতারা এবং রাম চরণ।সিনেমার পরিচালক মোহন রাজা তার টুইটার হ্যান্ডেলে আপডেটটি শেয়ার করে লিখেছেন, “শক্তিশালী মানুষ, মিষ্টি ব্যক্তিত্ব প্রিয়তম ভাই @beingsalmankhan এর সঙ্গে একটি অসাধারণ শিডিউল শেষ করেছি।

 ধন্যবাদ ভাই এটিকে এত আরামদায়ক এবং এত স্মরণীয় করার জন্য এবং আমাদের সমর্থনের স্তম্ভ @kchirutweets কে ধন্যবাদ। আমাদের #GodFather @MusicThaman এবং টিমের জন্য এটি ঘটানোর জন্য।”এই সিনেমায় সলমন কোন ভূমিকায় অভিনয় করবেন সেই খবর এখনও গোপন রাখা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য