স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : শনিবার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করল আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন। এদিন বাংলাদেশ সরকারি হাই কমিশন কার্যালয়ে দিনটি উদযাপন করা হয়। প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সহকারী হাইকমিশনার আরিফ মোহম্মদ সহ অন্যান্যরা। বাংলাদেশ স্বাধীনতার ৫১ তম বর্ষে পদার্পণ করেছে বলে জানান সহকারী হাইকমিশনার আরিফ মোহম্মদ।