Wednesday, March 12, 2025
বাড়িবিনোদনআচমকা মেজাজ হারালেন শাহরুখ!

আচমকা মেজাজ হারালেন শাহরুখ!

স্যন্দন ডিজিটাল ডেস্ক।  ১৭ জানুয়ারি :   সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর সম্পর্ক মোটের উপর ভালই। তবে আজকাল সিনেমার অনুষ্ঠানের বাইরে আলোকচিত্রীদের খানিক এড়িয়ে চলছেন তিনি। মাঝেমধ্যে মেজাজও হারাচ্ছেন। গত বছর হ্যাটট্রিক করেছেন শাহরুখ। পর পর তিনটি ‘হিট’ দিয়েছেন বক্স অফিসে। এ বার নতুন বছরের নতুন কাজের প্রত্যাশা। সম্প্রতি আমির-কন্যা আইরা খানের বিয়েতে সস্ত্রীক হাজির হন শাহরুখ। সে দিনও আলোকচিত্রীদের এড়িয়ে যান। এ বার শাহরুখের ছবি তুলতে গেলে হাতের এক ঝটকায় ছবিশিকারিকে সরিয়ে দেন।

মঙ্গলবার বেশ রাতের দিকে বান্দ্রা চত্বরে নিজের সহকারী পূজা দাদলানির সঙ্গে দেখা যায় শাহরুখকে। কেউ বলছেন কোনও স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন, কেউ বলছেন রেস্তরাঁয় গিয়েছিলেন। লিফ্‌ট থেকে নামার সময়ই ফোটোশিকারিদের দেখা মাত্রই হুডিতে মুখ লুকোন বাদশা। দরজা দিয়ে বেরোনোর সময় শাহরুখের নাম ধরে চিৎকার শুরু হয়। তাতেই খানিক মেজাজ হারিয়ে ধাক্কা দিলেন আলোকচিত্রীদের। তার পর সটান উঠে যান গাড়িতে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য