Thursday, November 21, 2024
বাড়িজাতীয়হৃদরোগে প্রয়াত কন্নড় অভিনেতা পুনীত রাজকুমার, শোকে বিহ্বল গোটা দেশ

হৃদরোগে প্রয়াত কন্নড় অভিনেতা পুনীত রাজকুমার, শোকে বিহ্বল গোটা দেশ

বেঙ্গালুরু, ২৯ অক্টোবর (হি.স.): চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেও প্রাণে বাঁচাতে পারলেন না, মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত হলেন কন্নড় অভিনেতা পুনীত রাজকুমার। বুকের ব্যথায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা পুনীত রাজকুমার। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে হাসপাতাল সূত্রে জানা যায়, অভিনেতার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

 আইসিইউ-তে তাঁর চিকিৎসা চলছে। পরে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।বুকের ব্যথায় শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেতা পুনীত রাজকুমার। বেলা ১১.৩০-১১.৪০ মিনিটের মধ্যে তাঁকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়। ডাঃ রঙ্গনাথ নায়েক জানান, “বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয় পুনীতকে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। এখন কিছুই বলা সম্ভব নয়। তাঁকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তখন শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। আইসিইউ-তে চিকিৎসা চলছে।”

 পরে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, জীবনাবসান হয়েছে অভিনেতার। জনপ্রিয় কন্নড় অভিনেতার অকাল-প্রয়াণে শোকের ছায়া চলচ্চিত্র জগতে। স্তব্ধ ভক্তরা অভিনেতার মৃত্যুর দুঃসংবাদ শোনার পরই হাসপাতালের বাইরে জড়ো হন।কন্নড় অভিনেতা পুনীত রাজকুমারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক বিহ্বল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। প্রধানমন্ত্রী শোকবার্তায় জানিয়েছেন, “ভবিষ্যত প্রজন্ম কাজ ও বিস্ময়কর ব্যক্তিত্বের জন্য তাঁকে সর্বদা স্মরণ করবে।” কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই জানিয়েছেন, পুন্য রাষ্ট্রীয় মর্যাদায় পুনীত রাজকুমারের শেষকৃত্য সম্পন্ন হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য