Thursday, March 28, 2024
বাড়িরাজ্যপ্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি

প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী  তালিকা ঘোষণা করেন প্রদেশ বিজেপি-র সভাপতি ডাঃ মানিক সাহা। আগরতলা পুর নিগমের ৫১ টি আসনের মধ্যে এদিন ৫০ টি আসনের প্রার্থীর নাম ঘোষনা করা হয়। ৫ নং ওয়ার্ডের প্রার্থীর নাম পরবর্তী সময় ঘোষণা করা হবে বলে জানান প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা।

 পুর ও নগরের নির্বাচনে বিজেপি দল জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী। ৯৯.৯৯ শতাংশ তৃণমূল স্তর থেকে উঠে আসা নাম গুলির ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হয়েছে। গত দু দিনের বৈঠকে চুল চেরা বিশ্লেষণ করে এই  তালিকা প্রকাশ করা হয়েছে। বিজেপি-র রাজ্য নির্বাচনী কমিটি এই নামের তালিকায় শীলমোহর দিয়েছে। ৬০ শতাংশের অধিক মহিলাদের প্রার্থী করা হয়েছে পুর ও নগরের নির্বাচনে। এই নির্বাচনে প্রধান প্রতিপক্ষ হিসাবে সি পি এম -কে দেখছে বিজেপি। নির্বাচনের পর আগরতলা পুর নিগমের মেয়র ও ডেপুটি মেয়র ঠিক করা হবে। আগাম কোন ব্যক্তির নাম মেয়র ও ডেপুটি মেয়র হিসাবে তুলে ধরা হবে না।

বিজেপি শৃঙ্খলা বদ্ধ দল। প্রদেশ কার্যালয় থেকে ঘোষিত প্রার্থীদের সমর্থনে সমস্ত কার্যকরতা ও নেতৃত্ব প্রচার চালাবে বলে জানান প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা। স্থানীয় ইস্যু গুলিকে মানুষের কাছে নিয়ে যাওয়া হবে। একই সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি তুলে ধরা হবে জনগণের কাছে। মানুষ তার অভিজ্ঞতার নিরিখেই ভোট দেবে বলে জানান প্রদেশ বিজেপি-র সভাপতি ডাঃ মানিক সাহা।

এদিকে ১৩ টি পুর পরিষদ ও ৬ টি নগর পঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের নামের ঘোষণা দেন প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা ও মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। ৬ টি নগর পঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। এই ৬ টি নগর পঞ্চায়েত হল পানিসাগর, জিরানীয়া, সাব্রুম, কমলপুর , সোনামুড়া ও অমরপুর। বিজেপি রাজ্য নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই প্রার্থী তালিকা ঘোষণা করেন প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা। জেলা , মণ্ডল, শক্তিকেন্দ্র থেকে প্রদেয় নামের ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

অন্যদিকে রাজ্যের  ১৩ টি পুর পরিষদের বিজেপি প্রার্থীদের নামের তালিকার ঘোষণা দেন দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এই ১৩ টি পুর পরিষদ হল ধর্মনগর, কৈলাশহর, কুমারঘাট, আমবাসা, খোয়াই, তেলিয়ামুড়া, রানীরবাজার, মোহনপুর, বিশালগড়, মেলাঘর, শান্তিরবাজার , বিলোনিয়া, উদয়পুর।

 এডিসি নির্বাচনে শূন্য আসন পেয়েছে বামেরা। তাদের কোন জন ভিত্তি নেই। এবারের নির্বাচনে শূন্য হাতে ফিরতে হবে বামেদের বলে আশা ব্যক্ত করেন প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা। কোভীডের সময় মানুষের পাশে ছিল বিজেপি-র বিভিন্ন মোর্চা। সেই নিরিখে মানুষ বিজেপি-কে ভোট দেবে বলে জানান তিনি। গনতন্ত্র সকলের। তাই কোন ধরনের বাঁধা দান ও হুমকি প্রদর্শন বিরোধী দলের প্রার্থীদের উদ্দেশ্যে বিজেপি করে না বলেও জানান তিনি। এই ধরনের কাজ থেকে দলীয় কর্মীদের বিরত থাকার আহ্বান জানান। ২০ টি পুর ও নগরের মোট ৩৩৪ টি আসনের মধ্যে এদিন ৩৩৩ টি আসনের প্রার্থিদের নামের তালিকা ঘোষণা করা হয়। সঙ্গে ছিলেন বিজেপি-র রাজ্য প্রভারী বিনোদ সোনকর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য