Sunday, December 22, 2024
বাড়িখেলাআইপিএলের মাঝেই নতুন নিয়ম! আনতে চলেছে BCCI?

আইপিএলের মাঝেই নতুন নিয়ম! আনতে চলেছে BCCI?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ মার্চ : ১৭ তম মরশুম শুরু হতেই জমে উঠেছে আইপিএলের লড়াই। তার মাঝেই নতুন নিয়ম আনতে চলেছে বিসিসিআই। যা কোমরের উপর ফুলটসে নো বল নিয়ে বিতর্কের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

এর আগেও বহু বার বিতর্ক হয়েছে কোমরের উপরের নো বল নিয়ে। মাঠে থাকা আম্পায়ারদের পক্ষেও সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। সেই বিতর্ক মেটাতে নতুন নিয়ম আনতে পারে বিসিসিআই বলে শোনা যাচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইপিএলের সমস্ত প্লেয়ারের কোমর পর্যন্ত উচ্চতা ফিতে দিয়ে মাপা হয়েছে। হক-আই প্রযুক্তি যাঁরা পরিচালনা করেন, তাঁদের কাছে জমা পড়েছে সেই তথ্য। তৃতীয় আম্পায়ারদের সঙ্গে বসবেন এই অপারেটররা। ফলে কোনও নির্দিষ্ট ব্যাটারের ক্ষেত্রে কোমরের উপরের নো বল নির্ভুল ভাবে ধরা যাবে।


বর্তমান ক্রিকেটের ৪১.৭.১ ধারা অনুযায়ী কোনও বল যদি সোজা ব্যাটারের কোমরের উপর দিয়ে যায় বা যাওয়ার সম্ভাবনা থাকে, সেটিকে নো বল ঘোষণা করা হয়। বিসিসিআইয়ের নতুন নিয়মে আম্পায়ারদের পক্ষে নির্ভুল সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। এ বছর আইপিএলে আরও কয়েকটি নতুন নিয়ম আনা হয়েছে। যার মধ্যে আছে স্মার্ট রিপ্লে সিস্টেম। যার সাহায্যে হক আই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত রিভিউ দেওয়া যাবে। এ ছাড়াও একই ওভারে দুটি বাউন্সার দিতে পারবেন বোলাররা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য