Sunday, December 22, 2024
বাড়িরাজ্যঅমিত শাহ কুরুচিকর মন্তব্য ধাপাচাপা দিতে মিথ্যা অভিযোগ তুলেছে রাহুল গান্ধীর বিরুদ্ধে...

অমিত শাহ কুরুচিকর মন্তব্য ধাপাচাপা দিতে মিথ্যা অভিযোগ তুলেছে রাহুল গান্ধীর বিরুদ্ধে : সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর :  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, এর হেডলাইন ঘুরিয়ে দিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উপর মিথ্যা আরোপ দিয়ে বলছেন তিনি নাকি বিজেপি-র এক সাংসদকে ধাক্কা দিয়েছেন। আগামী ২৪ ডিসেম্বর প্রতিবাদ গড়ে তুলতে প্রত্যেক জেলায় লংমার্চ করবে কংগ্রেস। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে, তাতে শুধু কংগ্রেস নিন্দা করছে না, গোটা দেশবাসী তীব্র নিন্দা করছে। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এ ধরনের মন্তব্যে গোটা দেশবাসী মর্মাহত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের মন্তব্যের দ্বারা বুঝা গেছে উনার মানসিকতা কি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের মন্তব্য দিয়ে বোঝা যায় বিজেপি -র মানসিকতা হলো এই দেশকে বিভক্ত এবং বিভাজন করার। তাই এই শাসকগোষ্ঠী তপশিলি মানুষের অধিকার হরণ করতে রক্ষার কবচের উপর আঘাত নামিয়ে আনতে চাইছে। গোটা দেশে এর বিরুদ্ধে প্রতিবাদে মুখরিত হলেও এখন পর্যন্ত শাসকগোষ্ঠীর অনুশোচনা কিংবা মন্তব্য প্রত্যাহার করা এবং দুঃখ প্রকাশ করতে লক্ষ্য করা যায় নি। বরং, জাতীয় মিডিয়া থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এ ধরনের কুরুচিকর মন্তব্যের হেডলাইন ঘুরিয়ে দিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উপর মিথ্যা আরোপ দিয়ে বলছেন তিনি নাকি বিজেপি -র এক সাংসদকে ধাক্কা দিয়েছেন। কিন্তু কংগ্রেস বলতে চায়, এভাবে হেডলাইন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে কোন লাভ হবে না।

বিজেপি এ ধরনের মন্তব্য করে কোন একটি অংশের মানুষকে আঘাত করা মানে দেশকে এবং দেশের গণতন্ত্র দুর্বল করা। শুধু তাই নয় শাহ -র এ ধরনের মন্তব্য স্পষ্ট করে তারা গণতন্ত্রের বিশ্বাসী নয়। ভারতবর্ষে জাত পাতের নামে তারা রাজনীতি করতে চেয়েছে। শাহ -র বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে সমালোচনা করে শ্রী বর্মন আরো বলেন, জাত গণনার দাবি করছে কংগ্রেস। যাতে পশ্চাৎপদ অংশের মানুষ কতটা কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পেয়েছে এবং আর্থিকভাবে স্বাবলম্বীণ ও তাদের বর্তমান অবস্থা কি সে বিষয় জানা যায়। কিন্তু সেটা যাতে কখনো বাস্তব না হয় তার জন্য এই ধরনের কথা বললেন তিনি। সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলন থেকে সমস্ত গণতান্ত্রিক শক্তির কাছে আহ্বান জানিয়ে বলেন অমিত শাহের এ ধরনের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ যেন তীব্রতর হয়। যতক্ষণ না পর্যন্ত অমিত শাহকে প্রধানমন্ত্রী বরখাস্ত করবেন এবং তিনি ক্ষমা চাইবেন ততক্ষণ কংগ্রেসের আন্দোলন চলবে।

একই সঙ্গে কর্মসূচীর ঘোষণা দিয়ে সুদীপ রায় বর্মন বলেন, ২৪ ডিসেম্বর প্রত্যেক জেলায় বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ করবে কংগ্রেস। যেখানেই বি আর আম্বেদকরের মূর্তি থাকবে সেখানে গিয়ে মাল্যদান করা হবে। এই কর্মসূচিতে সমস্ত গণতান্ত্রিক সংগঠন ও জনগণ যাতে এগিয়ে এসে রাস্তায় নেমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কুরুচিকর মন্তব্যের নিন্দা বর্ষণ করেন। এমনটাই জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। জানা যায় আগামী ২৪ ডিসেম্বর বড়সড় আন্দোলন গড়ে তুলতে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। এর আগে আজ রাজ্য সফর থেকে দিল্লি ফিরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য