স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : মানুষ যাতে পদ্ম চিহ্নে ভোট দিয়ে পুনরায় বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করে তার জন্য আহ্বান জানালেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। মঙ্গলবার ১৮ সূর্য্যমনি নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের হাত ধরে উদ্বোধন হয় ১৮ সূর্যমনি নগর মন্ডলের ৫ নং নির্বাচনী বুথ অফিস।
উপাধক্ষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আরো বলেন, তিনি বলেন মানুষের কাছে গিয়ে সমর্থন চাইতে হবে। কেউ যাতে সেদিন ভোট দিতে গিয়ে ভুল কাজ না করে। আজকে থেকে তার বিধানসভা এলাকার সমস্ত বুথ অফিসে যাবেন। কার্যকর্তারা যাতে এলাকার ৫৯ বুথে উৎসাহের সাথে কাজ করেন তার জন্য প্রেরণা যোগাবেন বলে জানান তিনি। মঙ্গলবার ইচাবাজার স্থিত এই নির্বাচনী বুথ অফিসের উদ্বোধনকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি এলাকায় একটি মিছিল সংগঠিত হয়।