Friday, October 18, 2024
বাড়িজাতীয়খনি দুর্নীতির মামলায় অখিলেশ যাদবকে তলব করে সমন পাঠাল সিবিআই

খনি দুর্নীতির মামলায় অখিলেশ যাদবকে তলব করে সমন পাঠাল সিবিআই

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি : বেআইনি বালি খাদান সংক্রান্ত মামলায় তলব করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি -র প্রধান অখিলেশ যাদবকে সমন পাঠাল সিবিআই। ফৌজদারি দণ্ডবিধির ১৬০ ধারায় আগামী শুক্রবার তাঁকে সশরীরে হাজির থাকার জন্য ওই সমন পাঠানো হয়েছে।
লোকসভা ভোটে উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টি -র জোট চূড়ান্ত হয়েছে গত সপ্তাহে। ঘটনাচক্রে, তার পরেই কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের এই সমন। তবে অভিযুক্ত হিসাবে নয়, সাক্ষী হিসাবে জবানবন্দি দিতেই অখিলেশকে তলব করা হয়েছে দুর্নীতি ও ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ মামলা সংক্রান্ত ওই সমনে।


সিবিআইয়ের অভিযোগ, অখিলেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১২-১৬ সালে হামিরপুর জেলার বালি ও অন্যান্য কিছু খনিজ উত্তোলনের জন্য নিয়ম-বহির্ভূত ভাবে বরাত বণ্টন করা হয়েছিল। হামিরপুরের তৎকালীন জেলাশাসক-সহ কয়েক জন সরকারি আধিকারিকের এই পদক্ষেপের ফলে রাজস্বের ক্ষতি হয়। সেই সঙ্গে, বেআইনি ভাবে বালি ও খনিজবাহী যানবাহন থেকে শুল্ক আদায়ের অনুমতিও দেওয়া হয়েছিল কয়েকটি সংস্থাকে। এ বিষয়ে ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ অভিযোগ এনেছে সিবিআই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য