Friday, July 26, 2024
বাড়িজাতীয়খনি দুর্নীতির মামলায় অখিলেশ যাদবকে তলব করে সমন পাঠাল সিবিআই

খনি দুর্নীতির মামলায় অখিলেশ যাদবকে তলব করে সমন পাঠাল সিবিআই

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি : বেআইনি বালি খাদান সংক্রান্ত মামলায় তলব করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি -র প্রধান অখিলেশ যাদবকে সমন পাঠাল সিবিআই। ফৌজদারি দণ্ডবিধির ১৬০ ধারায় আগামী শুক্রবার তাঁকে সশরীরে হাজির থাকার জন্য ওই সমন পাঠানো হয়েছে।
লোকসভা ভোটে উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টি -র জোট চূড়ান্ত হয়েছে গত সপ্তাহে। ঘটনাচক্রে, তার পরেই কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের এই সমন। তবে অভিযুক্ত হিসাবে নয়, সাক্ষী হিসাবে জবানবন্দি দিতেই অখিলেশকে তলব করা হয়েছে দুর্নীতি ও ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ মামলা সংক্রান্ত ওই সমনে।


সিবিআইয়ের অভিযোগ, অখিলেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১২-১৬ সালে হামিরপুর জেলার বালি ও অন্যান্য কিছু খনিজ উত্তোলনের জন্য নিয়ম-বহির্ভূত ভাবে বরাত বণ্টন করা হয়েছিল। হামিরপুরের তৎকালীন জেলাশাসক-সহ কয়েক জন সরকারি আধিকারিকের এই পদক্ষেপের ফলে রাজস্বের ক্ষতি হয়। সেই সঙ্গে, বেআইনি ভাবে বালি ও খনিজবাহী যানবাহন থেকে শুল্ক আদায়ের অনুমতিও দেওয়া হয়েছিল কয়েকটি সংস্থাকে। এ বিষয়ে ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ অভিযোগ এনেছে সিবিআই।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য