Thursday, December 4, 2025
বাড়িপ্রযুক্তিসোশাল মিডিয়ায় অশ্লীল কনটেন্টের ছড়াছড়ি! আধার ভিত্তিক বয়স যাচাইয়ের প্রস্তাব সুপ্রিম কোর্টের

সোশাল মিডিয়ায় অশ্লীল কনটেন্টের ছড়াছড়ি! আধার ভিত্তিক বয়স যাচাইয়ের প্রস্তাব সুপ্রিম কোর্টের

স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৮ নভেম্বর : সোশাল মিডিয়ায় কী কী বিষয় দেখানো যেতে পারে, কোন বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে– এই সব বিষয় খতিয়ে দেখার জন্য দেশে একটি স্বশাসিত নিরপেক্ষ সংস্থার প্রয়োজন রয়েছে। বৃহস্পতিবার এক মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণ রাখল প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।

একই সঙ্গে আদালত জানায়, আজকাল মোবাইল খুললেই বিভিন্ন অশ্লীল ও প্রাপ্তবয়স্ক কনটেন্ট সামনে চলে আসে। যেখানে শুধু একটি ক্লিক করে জানাতে হয় দর্শক প্রাপ্তবয়স্ক কিনা। এক্ষেত্রে অপ্রাপ্তবয়স্করাও শুধুমাত্র সেই চেকবক্স ক্লিক করে অনায়াসে দেখে নেয় বিভিন্ন কনটেন্ট। এই বিষয়টি রুখতে প্রয়োজনে আধার-ভিত্তিক বয়স যাচাই করার প্রক্রিয়া চালু করা যেতে পারে। আদালতের বক্তব্যে সহমত পোষণ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। চার সপ্তাহ বাদে হবে মামলার পরবর্তী শুনানি।

ইন্টারনেটে অশ্লীল কনটেন্টের ছড়িয়ে পড়া রুখতে বহুদিন ধরেই বদ্ধপরিকর কেন্দ্র। এর আগে অশ্লীল কনটেন্ট, এমনকী পর্ন ছবি দেখানোর অভিযোগে বিদ্ধ ১৮টি OTT প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট এবং ১০টি অ্যাপকে ব্লক করেছিল কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সেগুলির সঙ্গে সংযুক্ত ৫৭টি সোশাল মিডিয়া অ্যাকাউন্টকেও নিষ্ক্রিয় করা হয়েছিল। সরকারি বিবৃতিতে বলা হয়ে, ওই প্ল্যাটফর্মগুলির কনটেন্টের একটি বড় অংশে মহিলাদের অসম্মান করা হয়েছে। আরও অভিযোগ, অপ্রয়োজনীয় ভাবে নগ্নতা এবং যৌন ক্রিয়াকলাপকে চিত্রিত করা হয়েছে। প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা, সিরিজ নিয়ে অভিযোগ বহুদিনের। আপত্তিকর ভাষা ও অশালীনতা বন্ধে কেন্দ্রকে পদক্ষেপের অধিকার দিয়েছিল আদালত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য