স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৮ নভেম্বর : মহাআড়ম্বরে বুধবার সংসদে পালিত হয়েছে সংবিধান দিবস । অথচ সেই অনুষ্ঠানে গরহাজির ছিলেন শাসকদল বিজেপিরই বহু সাংসদ। সংবিধান দিবসে গরহাজির এইসব সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে গেরুয়া শিবির। বাংলা-সহ অন্য রাজ্যেরও দলীয় সাংসদদের শো-কজ করতে চেয়েছে বিজেপি।
সংবিধান দিবস উপলক্ষে বুধবার পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে কেন্দ্রের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিজেপির সব সাংসদদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল দল। তবে দলের নির্দেশ সত্ত্বেও বহু বিজেপি সাংসদ অনুপস্থিত ছিলেন। তা নিয়ে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব। জানা গিয়েছে, সেদিন গরহাজির সমস্ত সাংসদকেই শো-কজ করা হবে। শো-কজের জবাবে সন্তুষ্ট না হলে সংশ্লিষ্ট সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এর আগে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল পেশের সময়ে হুইপ থাকা সত্ত্বেও বিজেপি সাংসদরা অনুপস্থিত থাকায় তাঁদের নোটিস ধরিয়েছিল দল।

