স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ নভেম্বর : চুরি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত কড়ুইমুড়া এলাকার সেনাপতি পাড়া স্থিত জে টি বি বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরুণ দেববর্মা জানান, বুধবার রাতে বিদ্যালয়ে থাবা বসিয়েছে চোরের দল। বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়ে এসে দেখতে পান বিদ্যালয়ের সামনের গ্রিল এবং স্টোর রুমের তালা ভেঙে চোরেরা মিড-ডে-মিলের রান্নার জন্য ব্যবহৃত দুটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়।
খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনার স্থলে এসে পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুত চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধারের পাশাপাশি দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

