স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : জন্মের পর শিশুদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর উপর নির্ভর করে শিশুদের জীবন মরণ। তাই জন্মের পর এক মিনিটের মধ্যে যাতে শিশুর শারীরিক অবস্থার সম্পর্কে চিকিৎসক অবগত হতে পারেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন তার জন্য রবিবার আই.জি.এম হাসপাতালে এক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আই এ পি এন্ড এন এফ এ- ত্রিপুরা শাখার উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন আই.জি.এম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাঃ দিলীপ দাস। তিনি জানান, এ ধরনের প্রশিক্ষণের ফলে শিশুদের শারীরিক সমস্যা সম্পর্কে চিকিৎসক ও নার্স অবগত হয়ে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। এধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। শিশুর জন্মের পর এক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। তাই এই প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। আগামী দিনে রাজ্যের সবকটি মহকুমা এবং জেলা হাসপাতাল গুলিতে এধরনের প্রশিক্ষণ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। একই সঙ্গে এই প্রশিক্ষনের মাধ্যমে জন্মের পর নবজাতক শিশু সুরক্ষিত থাকবে বলে আশা ব্যক্ত করে বিধায়ক ডাঃ দিলীপ দাস। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন আই.জি.এম হাসপাতাল এবং জিবি হাসপাতালের চিকিৎসকে ও নার্সরা।