স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রাজধানীর শহরতলি বোধজংনগর ডিসি পাড়ার বৃন্দা মোড়া এলাকার শ্মশান সংলগ্ন এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার হয়েছে। রবিবার দুপুরে স্থানীয়রা শ্মশান এলাকায় মৃতদেহ দুটি দেখতে পায়। একটি মৃতদেহ হাত বাধা অবস্থায় পাওয়া গেছে। মৃতদেহ দুটির একাধিক স্থানে আঘাতে চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে খুন করা হয়েছে। মৃতদেহ দুটি পচনও ধরেছে। পুলিশের ধারণা ৩-৪ দিন আগের মৃতদেহ হবে। স্থানীয়রা খবর দেয় পুলিশকে। বোধজংনগর থানার পুলিশ ঘটনার স্থলে ছুটে এসে মৃতদেহ দুটি শনাক্ত করতে এলাকাবাসীকে ডাকে। কিন্তু স্থানীয়রা মৃতদেহ দুটি দেখে সনাক্ত করতে পারে নি। পুলিশের ধারণা অন্য জায়গায় খুন করে এলাকায় এনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ আধিকারিকেরা, ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াড। পুলিশ আধিকারিক জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।