Thursday, May 8, 2025
বাড়িজাতীয়দিল্লিতে পা রাখল ২৬/১১ হামলার মূলচক্রী তাহাউর রানা।

দিল্লিতে পা রাখল ২৬/১১ হামলার মূলচক্রী তাহাউর রানা।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ এপ্রিল : দিল্লিতে পা রাখল ২৬/১১ হামলার মূলচক্রী তাহাউর রানা। আমেরিকা থেকে ভারতের হাতে প্রত্যর্পণ করা হয়েছে তাকে। দিল্লিতে নামার পরেই সন্ত্রাসবিরোধী আইনে রানাকে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ভারতে নামার পরেই পাটিয়ালা হাউস কোর্টে নিয়ে যাওয়া হবে ২৬/১১ হামলার মূলচক্রীকে। তার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর।

বৃহস্পতিবার ভারতে পা রাখার পরেই এনআইএ আদালতে তোলা হয় রানাকে। তাঁর হয়ে সওয়াল করেছেন পীযূষ সচদেব নামে এক আইনজীবী। অন্যদিকে এনআইএ-র হয়ে সওয়াল করবেন দয়ান কৃষ্ণন। হাইভোল্টেজ শুনানি ঘিরে কার্যত দুর্গে পরিণত হয়েছে পাটিয়ালা কোর্ট। এজলাসের আশেপাশে কাউকে প্রবেশ করারও অনুমতি দেওয়া হয়নি। শুধু তাই নয়, ওই এলাকায় লোক সমাগম আটকাতে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো স্টেশনের একটি গেটও। দিল্লি মেট্রোর তরফে জানানো হয়, জওহরলাল নেহরু মেট্রো স্টেশনের ২ নম্বর গেটটি এনআইএ ভবনের সবচেয়ে কাছে। তাই ওই গেটটি বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতেই বড় কূটনৈতিক জয় পায় ভারত। তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে তাকে দিল্লির হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সিলমোহর দিয়েছিল আমেরিকার শীর্ষ আদালত। পরে জরুরি ভিত্তিতে প্রত্যর্পণ রুখতে মার্কিন আদালতে আবেদন করলেও স্বস্তি পায়নি মুম্বই হামলার চক্রী। কয়েকদিন আগে খারিজ হয় মার্কিন আদালতে তার রিভিউ পিটিশন। তারপরেই আমেরিকার স্থানীয় সময় বুধবার বিমানে তোলা হয় রানাকে। দীর্ঘ বিমানযাত্রা শেষে ভার‍তে পা রেখেছে কুখ্যাত জঙ্গি। এনআইএ-র তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়, প্রত্যর্পণ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!