Wednesday, April 9, 2025
বাড়িরাজ্যঅঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহয়িকা অফার ঘিরে তালা ঝুলালো গ্রামবাসী

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহয়িকা অফার ঘিরে তালা ঝুলালো গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মার্চ : সোমবার সোনামুড়া রাঙ্গামাটিয়া ওয়ারজান বিবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহয়িকা অফার ঘিরে তালা ঝুলালো গ্রামবাসী। ঘটনার বিবরণে জানা যায়, রাঙ্গামাটিয়া ওয়ারজান বিবি অঙ্গনারী কেন্দ্রে সহয়িকা পদ খালি থাকা এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এর মধ্যে তিনজন মহিলা ইন্টারভিউ দিয়েছিলেন। পঞ্চায়েতে তরফ থেকে নাম দেওয়া হয়েছিল শিল্পী বেগম নামে এক মহিলার নাম, যার স্বামী নেই বলে অভিযোগ।

 কিন্তু পরবর্তীকালে দেখা যায়, রাঙ্গামাটি পঞ্চায়েতকে অবমাননা করে নলচর আর ডি ব্লকের বর্তমান প্রশাসনিক দায়িত্বে থাকা এক ব্যক্তি টাকার বিনিময়ে একই এলাকার শিল্পী দাসকে সহয়িকা পদে চাকরি দেওয়া হয়। এই ঘটনা শোনার পর রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের এলাকার কিছু মানুষ ক্ষোভে ফেটে পড়েন। ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর দাবি অবিলম্বে শিল্পী দাসের নাম পরিবর্তে শিল্পী বেগমকে চাকরি দিতে হবে। আর না হলে তারা আন্দোলন শুরু করবে এবং আর টি আই করবেন বলে জানান।   গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে কেউ কেউ দাবি করেছে যেহেতু সংখ্যালঘু এলাকা, তাই সংখ্যালঘু মহিলাকে চাকরি দিতে হবে। কিন্তু প্রশাসনিক নিয়ম অনুযায়ী যে চাকরির যোগ্য কি চাকুরি দেওয়া হয়। সুতরাং চাকরিপ্রাপ্য মহিলা যদি চাকরির যোগ্য হয়ে থাকে তাহলে সে মহিলাই চাকরি করবে, এটা আন্দোলনের মাধ্যমে মন গড়া দাবি করলে চলবে না। এমনটাই মনে করছে আবার অনেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!