স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : মন্ত্রী বিকাশ দেববর্মার বিধান সভায় ভোট কেন্দ্রে যেতে বাধা এক সিপিআইএম কর্মীকে। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে গোটা কৃষ্ণপুর বিধানসভা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও তেলিয়ামুড়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী ছুটে যায়।
সিপিআইএম কর্মীর অভিযোগ, গোলাবাড়ি ঘোষপাড়া এলাকার বাসিন্দা অর্ধেন্দু ঘোষ নামের ওই সিপিআইএম কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা আক্রমণ সংগঠিত করে। এবং নগদ এক লক্ষ টাকা দাবি করে। পাশাপাশি বাড়ি ঘরে প্রবেশ করে মহিলা ও শিশুদের উপর আক্রমণ করে বলেও অভিযোগ। পরবর্তী সময় প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে ভোটকেন্দ্রে যাওয়ার চেষ্টা করেন সিপিআইএম নেতা। তখন আবারো তাকে বাধা দেওয়া হয়। এবং বলা হয় আগামী ৪ জুনের পর অর্ধেন্দু ঘোষকে এলাকায় থাকতে দেবে না। প্রয়োজনে পুরো বংশকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। তারপর খবর পেয়ে ছুটে যায় পুলিশ। পুলিশ জানায় ঘটনা তদন্ত চলছে। তবে একজন মন্ত্রী বিধানসভা কেন্দ্রে এ ধরনের ঘটনা সাধারণ জনগণ মেনে নিতে পারছে না। এলাকায় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। পরিস্থিতি থমথমে।