স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে মৌমাছির কামড়ে আহত প্রায় ১০ জন ভোটার। ঘটনার খোয়াই বিধানসভা কেন্দ্রের বারবিল ঋষি পাড়া ১৪ নং পোলিং স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায় এইদিন খোয়াই বিধানসভা কেন্দ্রের ১৪ নং পোলিং স্টেশনে সকাল থেকে ভিড় জমায় ভোটাররা। একাংশ ভোটার ভোট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।
আবার কিছু কিছু ভোটার ভোট দানের জন্য ভোট কেন্দ্রের উদ্দেশ্যে আসছিল। ঠিক সেই সময় ভোট কেন্দ্রের সন্নিকটে একদল মৌমাছি আক্রমণ চালায় ভোটারদের উপর। মৌমাছির কামড়ে আহত হয় একাধিক ভোটার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা। দমকল কর্মীরা মৌমাছির কামড়ে আহত ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দমকল বাহিনীর এক কর্মী জানান ভোট কেন্দ্র সংলগ্ন স্থানে মৌমাছি ভোটারদের উপর আক্রমণ চালায়।