Friday, May 30, 2025
বাড়িরাজ্যভোট দিতে গিয়ে আহত দুই মহিলা

ভোট দিতে গিয়ে আহত দুই মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : ভোট দিতে এসে গুরুতর আহত হলো দুই মহিলা ভোটার। ঘটনা পাবিয়াছড়া বিধানসভার আওতাধীন কুমারঘাট এস ডি ও এবং পি ডব্লিউ ডি অফিসের ১০ নং বুথ সেন্টারে।

জানা যায় কুমারঘাট শিব তলি এলাকার স্থানীয় বাসিন্দা চামিলি দে ভোট দিতে এসে ভোটের লাইনে দাঁড়ানোর সময় আচমকা  পলেটিনের বাঁশ পড়ে মহিলার মাথায়। এতে  আহত চামিলি দে। এলাকার অন্য এক মহিলা মায়া পাল ও আহত হয়। সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আহত দুজনকে সঙ্গে সঙ্গে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের রেফার করা হয় কৈলাসহর হাসপাতালে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!