স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ের জয় আত্মনির্ভর ভারত, সততা, স্বচ্ছতা এবং সুশাসনের জয়। এবং এই জয় দিয়ে ইন্ডিয়া জোটকে প্রত্যাখ্যান করেছে জনতা। তিন রাজ্যের মানুষকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, তেলেঙ্গানাতেও বিজেপি জনগণের সমর্থন পেয়েছে। মুখ্যমন্ত্রী চার রাজ্যে নির্বাচনের সময় বিরোধীরা জাতপাতের বিষয় নিয়ে এসেছে।
কিন্তু তিন রাজ্যের মানুষ বিরোধীদের সঠিক জবাব দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন দেশে চারটি জাত রয়েছে। মহিলা যুবক, কৃষক এবং গরিব অংশের মানুষ। এই চারটি অংশের মানুষ যদি শক্তিশালী হয় তবে দেশ শক্তিশালী হবে। এ জয় তিন রাজ্যের প্রত্যেকটি গরিব মানুষের জয়। যারা এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার জন্য স্বপ্ন দেখছে তাদেরও জয়। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আর বলেন, তিন রাজ্যে বিজেপি -র জয়ের পেছনে আরো একটি মূল কারণ হলো বর্তমান সরকার মহিলাদের জন্য কাজ করে। তাই মহিলারা আস্হা রেখেছে বিজেপি -র উপর।
এ ভালো ফলাফলের জন্য ত্রিপুরা রাজ্য অত্যন্ত গর্ববোধ করছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যের ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী আরও বলেন এই ফলাফলে বুঝা গেছে দেশের মানুষ এখন আর কংগ্রেস -কে চায় না। বিশেষ করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রতিফলন এই ফলাফল। লোকসভা নির্বাচনে আবারও কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার গঠন হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিকে প্রদেশ বিজেপি -র সভাপতি রাজিব ভট্টাচার্য অভিমত ব্যক্ত করে বলেন, ভারতবর্ষে বিকল্প বিজেপি। এর কোন বিকল্প হতে পারে না। তাই তিন রাজ্যের মানুষ বিশ্বাস রেখেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের উপর। তিন রাজ্যের ফলাফল ২০২৪ সালের রায় কি হবে তা দেখিয়ে দিয়েছে। দেশে আবারো নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় ফিরবে সেটা স্পষ্ট হয়ে গেছে তিন রাজ্যের ফলাফলে বলে জানান।