স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : মেলাঘরের ঠাকুরপাড়া এলাকার তিনটি অস্বাভাবিক মৃতের বাড়িতে গেলেন সিপিআইএম -এর পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। কথা বলেন পরিজন ও এলাকাবাসীর সাথে। মৃতদের আত্মার শান্তি কামনা করে পরিজনদের প্রতি সমবেদনা জানান। এবং কি কারনে তাদের এ আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে সে বিষয়ে জানতে চান পলিটব্যুরোর সদস্য। এদিন পলিটব্যুরোর সদস্য মানিক সরকারের সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, মানিক দে সহ একটি প্রতিনিধি দল।
উল্লেখ্য, মেলাঘর পুর পরিষদের ঠাকুর পাড়া ১১ নং ওয়ার্ডের বাসিন্দা চিন্তা হরণ পাল। বয়স ৭০ বছর। তার স্ত্রী প্রতিমা পাল, বয়স ৫০ বছর। তাদের মেয়ে মনিকা পাল, বয়স ২০ বছর। চিন্তা হরণ পাল বিভিন্ন দেব দেবীর মূর্তি নির্মাণ করে বিক্রয় করতেন। প্রতিমা পাল একটি স্কুলে মিড-ডে মিল রান্না করতেন। তাদের মেয়ে জন্মের ৬ থেকে ৭ বছর পর চলন ক্ষমতা হারিয়ে ফেলে। তারপরও সে কলেজের দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়ালেখা করেছে। তারপর তার আর পড়ালেখা করা হয় নি। সংসারে অভাব অনটন থাকলেও ভালোই চলছিল সংসার। সুখে দুঃখে তাদের সংসার কোনক্রমে চলছিল। এরই মধ্যে শুক্রবার সকালে একই ঘরের একই বিছানা থেকে উদ্ধার হয় মা-বাবা ও মেয়ের মৃতদেহ। মৃত চিন্তা হরণ পালের ছোট ভাইয়ের স্ত্রী জানান প্রতিমা পালের সাথে অপর এক মহিলা স্কুলে মিড-ডে-মিল রান্না করতেন। এই মহিলা এইদিন সকালে প্রতিমা পালকে ডাকতে এসে দেখতে পান তাদের ঘরের দরজা বন্ধ। তখন এই মহিলা চিন্তা হরণ পালের ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানান। চিন্তা হরণ পালের ভাই ও ভাইয়ের সধর্মিণী চিন্তা হরণ পালের ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে দেখতে পায় ঘরের বিছানায় মা-বাবা ও মেয়ের মৃতদেহ পরে রয়েছে।