Thursday, November 21, 2024
বাড়িশ্রেণী বহির্ভূতত্রিপুরায় করোনার সংক্রমণ বৃদ্ধিতে আরও বড় ঝাপ, ২৪ ঘন্টায় সংক্রমিত শতক পার

ত্রিপুরায় করোনার সংক্রমণ বৃদ্ধিতে আরও বড় ঝাপ, ২৪ ঘন্টায় সংক্রমিত শতক পার


আগরতলা, ৭ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় করোনার প্রকোপ দ্রুতগতিতে বেড়ে চলেছে। দৈনিক সংক্রমণ অনেকদিন বাদে ২৪ ঘন্টায় শতক পার করেছে। স্বাভাবিকভাবেই, সাম্প্রতিককালের মধ্যে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। সারা দেশেই গত ২৪ ঘন্টায় করোনার সংক্রমনে মারাত্মক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ত্রিপুরাও তার ব্যতিক্রম হতে পারল না। স্বাভাবিকভাবেই, ত্রিপুরায় করোনার সংক্রমনে দ্রুত বৃদ্ধি রাজ্যবাসীকে গভীর চিন্তায় ফেলবে।

গত ২৪ ঘন্টায় এক লাফে অনেকটা বেড়েছে করোনার সংক্রমণ। সেই সুবাদে বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ১০৩ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। ফলে, দেশ জুড়ে ওমিক্রনের ভয়াবহতার মাঝে ত্রিপুরায় সংক্রমণের হারে বৃদ্ধির প্রবণতায় নিঃসন্দেহে চিন্তা মুক্ত থাকা যাচ্ছে না। অবশ্য সুস্থতার খবরও রয়েছে। গত ২৪ ঘন্টায় ২৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। কিন্ত, একজনের মৃত্যুও হয়েছে। তাতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৩০ জন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৫৩৬ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৭৯৪ জনকে নিয়ে মোট ৩৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১৫ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৮৮ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ১০৩ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩.০৯ শতাংশ। গতকাল ৮৩ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ২.৭৫ শতাংশ।

এদিকে, সুস্থতা কিছুটা হলেও স্বস্তি দিয়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ২৮ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৩০ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮৫৪০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮৪১৭৬ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৩.৯০ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৮.৬৪ শতাংশ। এদিকে ০.৯৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৮২৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।



স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, পশ্চিম জেলাই করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৬২ জন, উত্তর জেলায় ১৪ জন, সিপাহীজলা জেলায় ৮ জন, দক্ষিণ জেলায় ৭ জন, ধলাই জেলায় ৫ জন, ঊনকোটি জেলায় ২ জন, খোয়াই জেলায় ১ জন এবং গোমতি জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


দীর্ঘ সময় করোনা শান্ত থাকার পর গত চার দিন ধরে গুটি গুটি পায়ে সংক্রমণ বেড়ে চলেছে। এই বৃদ্ধি এখনই নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামীদিনে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশংকা করা হচ্ছে। এক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন জন সচেতনতা। করোনা বিধি মেনে চলার প্রবণতা এখনও মানুষের মধ্যে দেখা যাচ্ছে না। তাই, প্রশাসনের কঠোর ভাবে এই পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে। সূত্রের খবর, আগামীকাল পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিকদের সাথে জেলা শাসকের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক হবে। বৈঠকে পশ্চিম জেলায় আবারও করোনার প্রকোপ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য