আগরতলা, ৮ জানুয়ারি (হি.স.) : করোনা মোকাবিলায় মাস্ক পরিধানে কড়াকড়ি শুরু হয়ে গেছে ত্রিপুরায়। আজ শনিবার আগরতলায় প্রশাসনের তরফে সচেতনতা অভিযান চালানো হয়েছে। সাথে মাস্ক না পরার অপরাধে ৩৬ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
শনিবার সদর ডিসিএম অমিতকুমার দাসের নেতৃত্বে পোস্ট অফিস চৌমুহনিতে মাস্ক সম্পর্কে সচেতনতা অভিযান চালিয়ে ২৬ জনের কাছ থেকে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া পুরাতন মোটর স্ট্যান্ডে ১০ জনের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করেছে প্রশাসন। এছাড়া রাজ্যের অন্যান্য স্থানেও এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
সদরের ডিসিএম অমিতকুমার দাস জানিয়েছেন, সাম্প্রতিককালে রাজ্যেও করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতেই প্রশাসন মাস্ক নিয়ে সচেতনতা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনগণের কাছে আবেদন জানানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান শুরু হয়েছে। জনগণকে করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে সচেতন থাকতে প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে।